Madhya Pradesh News: শিক্ষিকার প্রতি একতরফা প্রেম। তার জেরেই স্কুল থেকে বিতাড়িত হতে হয়েছিল পড়ুয়াকে। পরবর্তীতে আবার ওই পড়ুয়ার বিরুদ্ধেই সেই শিক্ষিকাকে আপত্তিকর মন্তব্য করার মতো গুরুতর অভিযোগ ওঠে। আর এই সব থেকেই তীব্র বিতৃষ্ণা জন্মেছিল পড়ুয়ার মনে। রাগ, বিদ্বেষ এতটাই বেড়ে গিয়েছিল যে শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওই পড়ুয়া। শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। অভিযুক্ত পড়ুয়ার বয়স মাত্র ১৮ বছর। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত শিক্ষিকার বয়স বছর ২৬। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ১০ থেকে ১৫ শতাংশ বার্ন ইনজুরি রয়েছে তাঁর। চোট-আঘাত গুরুতর হলেও তা প্রাণনাশের কারণ হবে না বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।
মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত এক্সেলেন্স স্কুলের পড়ুয়া ছিলেন সূর্যাংশ কোচার। এই স্কুলেরই এক শিক্ষিকার প্রতি আকৃষ্ট হন এই পড়ুয়া। সবটাই ছিল একতরফা আকর্ষণ। শিক্ষিকার প্রতি একতরফা প্রেম এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল যে ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। অন্য স্কুলে ভর্তি হন তিনি। কিন্তু ততদিনে আগের স্কুলের শিক্ষিকার প্রতি তীব্র আক্রোষ জন্মেছে ওই পড়ুয়ার মনে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি স্বাধীনতা দিবসের দিন ওই শিক্ষিকাকে দেখে কটূক্তি করে এই পড়ুয়া। বিরক্ত শিক্ষিকা ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান। পুলিশের অনুমান এর জেরেই এ হেন সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে ওই ছাত্র। এই খবর প্রকাশ্যে আসার পর শিউরে উঠছেন সকলে। কারও প্রতি ঠিক কতটা রাগ, ক্ষোভ, বিতৃষ্ণা থাকলে একজন এমন কাজ করতে পারেন, তাই বোঝার চেষ্টা চালাচ্ছেন সবাই।
পুলিশ সূত্রে খবর, নিজের স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য শাড়ি পরেছিলেন ওই শিক্ষিকা। তাঁকে দেখে আপত্তিকর মন্তব্য করেন ওই পড়ুয়া। ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিক্ষিকা। এরপরই পরিকল্পনা করে শিক্ষিকাকে 'উচিৎ শিক্ষা' দেওয়ার ব্যবস্থা করে ওই ছাত্র। শিক্ষিকার বাড়িতে পেট্রলের বোতল হাতে পৌঁছে যান ওই পড়ুয়া। তারপর বিনাবাক্য ব্যয়ে শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর পর এলাকা ছেড়ে চম্পট দেন ওই ছাত্র। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। অন্যদিকে এগোচ্ছে তদন্ত। এরপর ওই অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেবে তা সময়ই জানান দেবে।