ভোপাল: পিঠে বিঁধে রয়েছে ছুরি। শরীর ভেসে যাচ্ছে রক্তে। এই পরিস্থিতিতে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর পরিবর্তে থানায় ঠায় দাঁড় করিয়ে রাখা হল। স্রেফ আইনি প্রক্রিয়া করার জন্য।


অমানবিকতার নিদর্শন তুলে ধরায় কাঠগড়ায় মধ্যপ্রদেশ পুলিশ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই চারদিকে শোরগোল পড়ে যায়।


ছবিতে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে থানায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাঁর পিঠে বিঁধে রয়েছে ছুরি। সেখানে পুলিশ তাঁর থেকে ঘটনার বিবরণ জানতে চাইছেন। গুরুতর আহত ওই ব্যক্তিকে আটকে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।


জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে জব্বলপুরে। পিঠে ছুরি গেঁথা অবস্থায় ওই ব্যক্তি গারহা থানায় পৌঁছন। এমন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে না পাঠিয়ে উল্টে আইনি কাজ শেষ করা ঠিক মনে করেন উপস্থিত পুলিশকর্মীরা।


ততক্ষণ, ওই অবস্থায় থানায় ঠায় দাঁড়িয়ে ছিলেন আহত ব্যক্তি। আহত ব্যক্তির দিকে উর্দিধারীদের কোনও ভ্রুক্ষেপ ছিল না। অনেক পরে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল। নেটিজেনরা প্রশ্ন করেন, পুলিশের কাছে কোনটা গুরুত্বপূর্ণ? আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো না কি রক্তে ভেসে যাওয়া দেখা সত্ত্বেও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা?