কলকাতা: আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদের প্রস্তাবে সায় সরকারের। বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা আবহে আপাতত খুলছে না স্কুল।
মার্চ মাস থেকে বন্ধ স্কুলের পঠনপাঠন। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাস থেকে স্কুল বন্ধ। মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে স্কুলে ক্লাসই করতে পারেনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে। উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় মার্চে। কিন্তু করেনা পরিস্থিতিতে ওলট পালট হয়ে গিয়েছে সব কিছু। এর আগেই দু’টি দিল্লি বোর্ডের মতো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসের ভার কমিয়েছে সরকার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
উল্লেখ্য, স্কুলে ক্লাস না হওয়ায় কীভাবে, কবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই প্রশ্ন বারবার উঠেছে। এই আবহে সিলেবাস কমলেও বাকি সিলেবাস কীভাবে শেষ হবে তা নিয়েও প্রশ্ন ওঠে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদ সরকারকে জুন মাসে পরীক্ষা নেওয়ার জন্য আবেদন জানায়। সেই প্রস্তাবে এদিন সায় দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
গত অক্টোবর মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হবে না। তিনি জানিয়ে দেন, ২০২১ সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এবছর টেস্ট পরীক্ষা দিতে হবে না। সরাসরি সংশ্লিষ্ট পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্য়মিক কবে হবে? সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল পড়ুয়াদের মনে। তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন পরীক্ষার্থীরা। বুধবার সেই উদ্বেগ কমল আগামী বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পিছিয়ে আগামী বছর জুনে, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Dec 2020 02:50 PM (IST)
বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -