মাদুরাই : ফের ট্রনে অগ্নিকাণ্ডের খবর। শনিবার সাতসকালে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসের একটি কামরা থেকে গনগনে আগুন চোখে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন আরও ২৫ জন।
সাদার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্রাইভেট পার্টির জন্য লখনউ থেকে একটি কামরা ভাড়া নিয়েছিলেন পর্যটকরা। মাদুরাই স্টেশনের রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকাকালীন এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই কামরায় আগুন লেগে যায়। রেলের দাবি, বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার নিয়ে সফর করছিলেন যাত্রীরা। সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়।
আইএএনএস-এর (INS) রিপোর্ট অনুসারে, মৃতদের মধ্যে ছয়জন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত কোচে ৫৫ জন যাত্রী ছিলেন। দক্ষিণ রেলওয়ের জানিয়েছে, একটি কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করাতেই এই বিপত্তি। মাদুরাই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, তামিলনাড়ুর বাণিজ্যিক কর বিষয়ক মন্ত্রী পি মূর্তি বলেন, মৃত যাত্রীরা উত্তর প্রদেশের বাসিন্দা এবং একটি ধর্মীয় ভ্রমণে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, “যাত্রীরা তাঁদের নিরাপত্তার জন্য পার্টি কোচটি ভিতর থেকে তালা দিয়ে দেয়। তারপর স্টোভ জ্বালিয়ে চা তৈরি করছিল। তারপর সেই স্টোভ ফেটে যায়। তার জেরে আগুন লেগে যায়। এবং এতে ৯ জনের মৃত্য হয়। তাঁদের মধ্যে আট যাত্রীকে আমরা শনাক্ত করতে পেরেছি। মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে যাত্রীদের সাহায্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।”
জানা গিয়েছে, দুর্ঘটনায় সাতজন সামান্য আহত হয়েছেন এবং তাঁদের সরকারি রাজাজি হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
জেলাশাসকের তরফে জানানো হয়, “অগ্নিকাণ্ডে মোট নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন পুরুষ যাত্রী ও তিনজন মহিলা যাত্রী । তাঁদের সবার বয়স ৫০ বছরের বেশি। আমাদের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ওই ট্যুরিস্ট পার্টি কোচে প্রায় ৬৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা আজ সকালে চা তৈরি করতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছিল। তারা কোচটি ভিতর থেকে লক করে দেয়। সিলিন্ডার বিস্ফোরণের পরে বাকি যাত্রীরা কোচ থেকে বের হতে পারেনি কারণ সেটি তালা দিয়ে বন্ধ করা ছিল এবং তাঁরা জানতেন না যে সেই মুহূর্তে চাবিটি কার কাছে ছিল। পরে, তাঁরা দরজা ভেঙে কোচ থেকে লাফ দেয়” ।