উত্তরপ্রদেশ: এখনও বাকি মহাকুম্ভের শাহি স্নান। মহাশিবরাত্রিতেও মহাস্নান রয়েছে ত্রিবেণী সঙ্গমে। এর আগে একাধিক 'দুর্ঘটনা' ঘটায় এবার সতর্কতা বজায় রেখে প্রস্তুতি নিচ্ছে প্রয়াগরাজ প্রশাসন। এরই মধ্যে মহাকুম্ভ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল যোগী প্রশাসন।                                                    

'ভুল তথ্য' ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ১৩টি মামলা দায়ের করা হয়েছে ওই সোশাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে মহাশিবরাত্রি উৎসবের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, 'শিবরাত্রি উৎসবের জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। মহাকুম্ভ এলাকার কোথাও যাতে যানজট না থাকে সেদিকে লক্ষ্য রাখা হবে। সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করা উচিত। যতই ভিড় হোক না কেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত'। 

মহাকুম্ভে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, ৩৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ভিড় দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য ব্যারিকেড করা এবং প্ল্যাটফর্মের ধারণক্ষমতা অনুসারে যাতে একটি নির্দিষ্ট হোল্ডিং এরিয়া স্থাপন করা হয়েছে। যাত্রীদের অবহিত রাখার জন্য নিয়মিত ট্রেনের ঘোষণা করা হচ্ছে। 

আরও পড়ুন, ট্রলিব্যাগে কার কোপানো বডি এনেছিলেন মা-মেয়ে? কুমোরটুলি ঘাটের হাড়হিম ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য,  মহাকুম্ভ শুরু হওয়ার সময়, সরকার ৪৫ কোটি ভিড়ের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই এই সংখ্যা ৬০ কোটি ছাড়িয়ে গিয়েছে বলে দাবি যোগী প্রশাসনের। রাজ্য সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে, ২৬শে ফেব্রুয়ারি শাহি স্নানের দিন ভক্তের সংখ্যা ৬৫ কোটি ছাড়িয়ে যেতে পারে। 

এর আগে কুম্ভ নগরের পুলিশ ৩৪টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভিডিওতে ভুয়ো দাবি করা হয়েছিল যে, ১৪ ফেব্রুয়ারি মহা কুম্ভে যাওয়ার পথে একটি ট্রেনে আগুন লেগে ৩০০ জনের মৃত্যু হয়েছে। তবে, পুলিশি তদন্তে এই দাবি ভুয়ো প্রমাণিত হয়েছিল।                                      

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে