Maha Nabami 2021 Live Updates: শ্রীরামপুরে পুজোয় ধুনুচি নাচ
Get the latest and Live Updates: আজ মহানবমী, হোমাগ্নিতে দেবীর স্তুতি, নানা উপাচারে চলছে দেবীর আরাধনা
শ্রীরামপুরে পুজোয় ধুনুচি নাচ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। সকালে ৫ ও ৬-এর পল্লি আরএমএস গ্রাউন্ডে পাড়ার পুজোয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আবহ নির্মাণে সেরা শারদ আনন্দ সম্মান জিতল অজেয় সংহতি। রঙের প্রয়োগে সেরার শিরোপা আলিপুর সর্বজনীনের। গঠনশৈলীতে সেরা দমদম পার্ক সর্বজনীন।
বিকেলের পর থেকে বিধাননগর স্টেশনে ডাউন ট্রেন দাঁড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
অত্যাধিক ভিড় ও আলো নিয়ে বিতর্কের জের। দর্শনার্থীদের জন্য বন্ধ শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপ। পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
দুর্গাপুজোর মণ্ডপে উঠে এল আস্ত একটা আদিবাসী গ্রাম। চালতাবাগন লোহাপট্টির দুর্গাপুজোর ৭৯তম বর্ষের দুর্গাপুজোর বিষয় ভাবনা ‘প্রকৃতির মাঝে মা’।
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গতকাল করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৭৭১ জন। নবমীতে প্রকাশিত বুলেটিনের শেষে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫,৭৯,০১২ জন।
গত ১ দিনে করোনা অতিমারীকে হারিয়ে জয়ী হয়েছেন ৬০১ জন। রাজ্যে আপাতত সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। সংক্রমণের হার ১.২০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ১ দিনে রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।
শহরে ফের ক্যাব চালককে নিগ্রহ করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ। অভিযোগকারীর দাবি, সপ্তমীর রাতে তাঁর ক্যাবে ওঠে এক যুগল। সল্টলেকে নামানোর কথা বলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে গাড়ি নিয়ে চম্পট দেয়।
এবার ৮০ বছরে পড়ল সিংহী পার্ক সর্বজনীনের পুজো। বড় মণ্ডপ, বিশাল প্রতিমা। সিংহী পার্কের পুজোর এটাই চিরাচরিত বৈশিষ্ট্য। আর তাই ঐতিহ্যে সেরার শারদ আনন্দ সম্মান জিতে নিল সিংহী পার্কের পুজো। মণ্ডপে তুলে ধরা হয়েছে পরিবেশ সচেতনতার বার্তা।
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে কলকাতা, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৭ ও ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস।
অভিযোগ ওঠে, ২০১৮ সালের ২৯শে নভেম্বর শরৎ বোস রোডের ফ্ল্যাটে এক মহিলাকে ধর্ষণ করেন এই তিন নেতা। এরপরই মহিলা ও তাঁর পরিবারকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ২০২০ সালে আলিপুর নিম্ন আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। এদিন রাজ্যের তরফে জানানো হয়, ৪ দিন হল তারা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যেই শরৎ বোস রোডে ওই ফ্ল্যাটের দুজন সুপারভাইজারের জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
২০১৮ সালের একটি গণধর্ষণের মামলায় হাইকোর্টে অন্তর্বর্তী আগাম জামিন পেলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং ২ আরএসএস নেতা। ২৫ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
কলকাতা স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা বেপরোয়া বাসের। বাড়ির পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে গেল বাস। তিন শিশু সহ আহত পাঁচজন। আহতরা ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর ও জিআরপি।
বর্ষা বিদায় নিলেও ফের নিম্নচাপের ভ্রুকুটি। নবমী-দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
মহিষাদলের ঘাঘরা গ্রামে গুড়িয়া বাড়ির নবমী পুজোয় যোগ দিলেন শুভেন্দু অধিকারী। পদ্মফুল দিয়ে কুমারীকে পুজো করেন বিরোধী দলনেতা।
‘বিকেল ৪টের পর থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে না ডাউন ট্রেন। শিয়ালদাগামী কোনও ট্রেন দাঁড়াবে না বিধাননগর স্টেশনে।’ রাজ্যের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত, জানানো হল পূর্ব রেলের তরফে। শ্রীভূমির পুজোয় উপচে পড়া ভিড় রুখতেই পদক্ষেপ, খবর সূত্রের। ভিড় এড়াতে আগেই রাতের ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
শুরু হয়েছিল সপ্তদশ শতাব্দীর গোড়ায়। ৩০৪ বছর ধরে বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে পরম্পরা মেনে পুজো হয়। এখানে পুজো হয় বিদ্যাপতি রচিত দুর্গাভক্তিতরঙ্গিনী মতে৷ এই মতে, অষ্টমী ও নবমীতে দেবীর পাশাপাশি অসুরদের উদ্দেশেও ‘মাসভক্তবলি’ পুজো অর্পণ করা হয়৷ একশো ষাটটি খুড়িতে পুজো সাজিয়ে পুজো দেওয়া হয়৷ করোনা আবহে এবারে হচ্ছে না কুমারী পুজো৷ বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে চালকুমড়ো, আখ প্রভৃতি বলির প্রথাও রয়েছে৷
এখানে শিউলি ঝরা উঠোন নেই, বরং শুকনো পাতা ঝরে পড়ার শব্দ রয়েছে। এমন সময়ে দেশ থেকে বহু দূরে থাকলেও, পুজোর গন্ধ ভেসে আসে। তাই পুজোর কটা দিন ব্যস্ততাকে সরিয়ে রেখে, শারদ আনন্দে মেতে ওঠে প্রবাসী বাঙালি। পুজোর পাঁচদিন বার্লিনের হ্যারমানপ্লাৎজের হাসেনহাইডে ১০৬-এর শ্রী গনেশ হিন্দু মন্দিরে মা দুর্গার আরাধনা। নতুন শাড়ি, পাট ভাঙা পাঞ্জাবিতে সেজে কুমোরটুলি থেকে নিয়ে আসা প্রতিমার পায়ে অঞ্জলি দেওয়া, সবই হয় রীতি মেনে।রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপরি পাওনা পূজা বার্ষিকী, যার নাম বার্লিন বার্ষিকী।
অজেয় সংহতির পুজোর এবার ৬১ তম বর্ষের থিম-- দুগ্গা এল, দেখতে চলো। মণ্ডপে তখনও নামানো হয়নি লক্ষ্মী-সরস্বতীকে। এই পুজো প্রস্তুতির ফাঁকেই বাবার সাইকেলে চড়ে ঠাকুর দেখতে বেরিয়েছে দুই ছেলেমেয়ে। ২৫ বছর আগে একটা পাড়ায় কীভাবে দুর্গাপুজো হত, একটি পরিবারের চোখ দিয়ে তাকে দেখা। আবহ নির্মাণে সেরার শারদ আনন্দ সম্মান জিতে নিল অজেয় সংহতির পুজো।
একাধারে তিনি দাপুটে সাংসদ। অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী। কিন্তু দুর্গাপুজোর এই কটা দিন দেখা মেলে অন্য ভূমিকায়। সন্ধি পুজোর সময় মায়ের পায়ের কাছে বসে আকুল প্রার্থনা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৫ ও ৬-এর পল্লি আরএমএস গ্রাউন্ডে পাড়ার পুজোয় তিনিই উদ্যোক্তা। প্রতিবার নিজেই পুজো করেন সাংসদ। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বাগবাজার সর্বজনীনের পুজো ১০৩ বছরে পা দিল। সাবেকিয়ানার সঙ্গে এখানে ঐতিহ্যের মেলবন্ধন। সকাল থেকে নবমীর পুজো শুরু হয়েছে। পুজো দেখতে অনেকেই ভিড় করেছেন। তবে ব্যারিকেডের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হচ্ছে।
নবমীর সকাল থেকে আকাশে মেঘ-রোদের লুকোচুরি। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ইতিমধ্যেই কোনও কোনও জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নিলেও, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের ফলে নিম্নচাপের ভ্রুকুটি। তার জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে আজ থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।
করোনা আবহে দিল্লিতে কমেছে পুজোর সংখ্যা। তাই লোক টানছে নয়ডার দুর্গাপুজোগুলি। নয়ডার অন্যতম পুরোন দুর্গোত্সব হল কালীবাড়ি দুর্গা পূজা। বিধি মেনে দুর্গাপুজো হচ্ছে নয়ডা সেক্টর ৬১-তেও। সব জায়গাতেই ঠাকুর দেখার লম্বা লাইন। চলছে হই হুল্লোড় আড্ডা।
কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া৷ আজ নবমী। নানা উপাচারে দেবীর আরাধনা। আনন্দের মাঝেই বিষাদের সুর। নবমীতেও কুমারী পুজো হয়। এরই মাঝে বাঙালির প্রাণের উৎসবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি৷
প্রেক্ষাপট
কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া৷ আজ নবমী। আনন্দের মাঝেই বিষাদের সুর।
ভিড়-আলো বিতর্কের জের। দর্শকদের জন্য বন্ধ শ্রীভূমি স্পোর্টিং-এর পুজো। বন্ধ করা হল সমস্ত গেট।
বিতর্কের জেরে পদক্ষেপ নবান্নের। মুখ্যসচিব-পুলিশকর্তাদের নির্দেশ। রাতেই মণ্ডপ পরিদর্শনে এডিজি সিআইডি।
চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘে ঢাক বাজালেন ফিরহাদ-অরূপ। আবাসনের পুজোয় মাতলেন রাজ-শুভশ্রী-রচনা-অরিন্দম শীল।
ভাবনার অভিনবত্বে শারদ সম্মান মাস্টারদা স্মৃতি সঙ্ঘের। সমাজবোধে সেরা চক্রবেড়িয়া সর্বজনীন। ভিন্ন ভাবনায় সেরার শিরোপা ৬৬ পল্লির।
শিল্পভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন। সম্প্রীতি ভাবনায় সেরা পুজো বোসপুকুর তালবাগান। মাতৃরূপে সেরা যাদবপুর শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘ।
শিল্পবোধে সেরা দমদম তরুণ দল। কারুশিল্পে সেরা ঠাকুরপুকুর এসবি পার্ক। উদ্ভাবনে সেরা চোরবাগান। সমাজবোধে সেরা তেলেঙ্গাবাগান সর্বজনীন।
রাস্তায় পুজোর ভিড়। উদ্বেগ বাড়িয়ে করোনার দৈনিক সংক্রমণ বাড়ল ১১ শতাংশের বেশি। দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃত্যু-সংক্রমণ।
জার্মানি জুড়ে দুর্গাপুজোর উত্সব। টোকিওয় পুজোয় সামিল প্রবাসীরা। উত্সব ইংল্যান্ডের বার্মিংহাম ও আয়ারল্যান্ডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -