কোটি কোটি মানুষের সমাগত ঘটছে প্রতিদিন। ইতিমধ্যেই দেড়-মাস ব্যাপী চলা মহাকুম্ভে স্নান করে ফেলেছেন, ৬০ কোটিরও বেশি মানুষ। শনি ও রবিবার এমনিতেই ভিড় বাড়ে । এ সপ্তাহও তার ব্যতিক্রম নয়। মহাশিবরাত্রির প্রাক্কালে ভিড় বাড়ছে প্রতিদিন। সূত্রের খবর, শনিবার, ২২শে ফেব্রুয়ারি,  দুপুর ১২টা পর্যন্ত,  ৭১.১৮ লক্ষ মানুষ প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করেছেন। এখনও পর্যন্ত, এ বছর মহাকুম্ভে  প্রায় ৬০ কোটি মানুষ স্নান করে ফেলেছেন। এখন হয়ত অনেকেই মনে করছেম, ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ, এ জন্মের মতো কি মিস হয়ে গেল পুণ্যলাভের এমন সুবর্ণ-সুযোগ? বহু মানুষের এই ভাবনার কথা ভাবেই নতুন ব্যবসার কৌশল ফেঁদেছেন প্রয়াগরাজের এক যুবক। আর তার বিজনেস আইডিয়া সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এক বাঙালি যুবক। ইতিমধ্যেই ভাইরাল প্রয়াগরাজ-ম্যানের ব্যবসায়িক ভাবনা। 


২০২৫ সালের মহা কুম্ভকে কেন্দ্র করে বহু ব্যবসায়ীই রমরমা ব্যবসা করেছেন। এবার মেলায় জনপ্রিয় হয়েছেন এমন এক ব্যক্তি, যাঁর বিজনেস আইডিয়া হল - 'ডিজিটাল ফটো স্নান'! এই বিজনেস আইডিয়াকে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে ভাইরাল করে দিয়েছেন এক বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর আকাশ বন্দ্যোপাধ্যায়। আর আকাশের শেয়ার করা ভিডিও হু হু করে শেয়ার হয়েছে। 


গল্পটা কী ? আকাশের শেয়ার করা ছোট্ট ক্লিপটির ক্যাপশন ছিল,"নেক্সট লেভেল এআই আইডিয়া। নেক্সট ইউনিকর্ন কোম্পানি ।" ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে,তিনি প্রয়াগরাজের দীপক গোয়েল । তিনি তাঁর বিজনেস আইতার ব্যবসায়িক মডেল ব্যাখ্যা করে বলেন: “ম্যায় ডিজিটাল স্নান করাতা হুঁ মহা কুম্ভ মে ” 


প্রথম কথাটা শুনে অনেকেই চমকে যাবেন। হ্যাঁ ডিজিট্যাল স্নান। যাঁরা কোনওকারণে কুম্ভ যেতে পারেনি বা ভিড়ের জন্য ভয় পাচ্ছেন, তাঁদের জন্যই এই সলিউশন এনেছেন দীপক। তাঁর প্রস্তাবখানা রীতিমতো হাসির রোল তুলেছে সোশ্যাল মিডিয়ায়। আপনি যদি কুম্ভে স্নান করতে চান, আপনার ১ খানা ছবি তাঁকে মেল করে পাঠাতে হবে। তার সঙ্গে দিতে হবে ১১০০ টাকা। আর তারপরই প্রিন্টআউট জলে ডুবিয়ে আপনাকে ভার্চুয়াল পুণ্যলাভ করাবেন দীপক। ফলো কড়ি, করো স্নান। একদম ডিজিট্যালি। এটাই তাঁর বিজনেস ফান্ডা। 


সোশ্যাল মিডিয়ায় নানারকম প্রতিক্রিয়া এসেছে তাঁর পোস্টে। কেউ বলছেন , 'এই ভাল ব্যাক্টেরয়া ভরা জনে স্নান করার থেকে , ছেলেটার রোজগারও হয়ে যাবে '। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, 'শার্কট্যাঙ্ক আপনাকেই খুঁজছে'