পালঘর (মহারাষ্ট্র): ৯ মহিলা সমেত ১২ বাংলাদেশিকে মহারাষ্ট্রের পালঘর জেলার বইসার এলাকা থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের সন্ত্রাসবাদ দমন শাখা। বৈধ নথিপত্র ছাড়া ভারতে বেআইনি ভাবে বসবাসের অভিযোগে সোমবার তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সন্ত্রাস দমন শাখার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর মানসিং পাতিল। বইসার এলাকায় ১২ বাংলাদেশির অবৈধ বসবাসের আগাম খবরের ভিত্তিতে সন্ত্রাস দমন সেল অভিযান চালায়। তাদের কাছে এদেশে বসবাসের কোনও বৈধ নথিপত্র মেলেনি বলেও জানিয়েছেন পুলিশ কর্তারা। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আরও তদন্ত চালানো হচ্ছে বলে খবর।
বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুটি ইদানীং ফের সামনে এসেছে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরির প্রক্রিয়া সারা দেশে চালু করার প্রসঙ্গে। কয়েকদিন আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন বলেছেন, ভারত তাদের মাটিতে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করলে তাদের তালিকা দিক, তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হবে। এই প্রেক্ষাপটেই ১২ বাংলাদেশি ধরা পড়ল মহারাষ্ট্রে।