নয়াদিল্লি: মহারাষ্ট্রে চলতি অচলাবস্থার মধ্যেই আরএসএস-এর দ্বারস্থ গেরুয়া শিবির। খবরে প্রকাশ, বুধবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘের সদর দফতরে গিয়ে ‘সরসংঘচালক’ মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্র বিজেপি নেতা সুধীর মুঙ্গন্তিবর।
বৈঠক শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখন ধৈর্য্য ধরে দেখুন। ভাগবতের পাশাপাশি সংঘের সাধারণ সম্পাদক ভাইয়াজি জোশীর সঙ্গেও দেখা করেন মুঙ্গন্তিবর।
প্রসঙ্গত, বিজেপির তাত্ত্বিক পথপ্রদর্শক হল বিজেপি। গত ৫ নভেম্বর, শিবসেনা নিয়ে সরকার গঠনে জটিলতা সম্পর্কে ভাগবতকে অবগত করেছিলেন ফঢ়ণবীশ। ১৯ দিন ধরে এই টালবাহানা চলার পর জোট সরকার গঠন অধরাই থেকে যায়। ভেঙে যায় বিজেপি-শিবসেনা জোটও।
২৮৮-আসন বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি। তারা ১০৫টি আসন জেতে। শিবসেনার সমর্থন না পাওয়ায় তারা সরকার গঠনে অসমর্থ হয়। ব্যর্থ হয় শিবসেনা (৫৬) ও এনসিপি-ও(৫৪)। ফলত, মঙ্গলবার, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়।
মহারাষ্ট্র: আরএসএস প্রধান ভাগবতের সঙ্গে সাক্ষাৎ, বিজেপি নেতা বললেন, ‘ধৈর্য্য ধরে দেখুন’
Web Desk, ABP Ananda
Updated at:
13 Nov 2019 08:38 PM (IST)
মঙ্গলবার, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -