মুম্বই: শিবসেনা একদিকে মু্খ্যমন্ত্রীর পদে ‘রোটেশনাল’ পদ্ধতি (ঘুরিয়ে ফিরিয়ে দুই দলের প্রার্থী দায়িত্ব সামলাবেন) কার্যকর করার দাবি তুলছে। সেখানে বিজেপি তার শরিক দলকে মনে করিয়ে দিল, এখনও তারাই একক বৃহত্তম দল এবং মহারাষ্ট্রের জোট বিজেপি-র নেতৃত্বাধীন।
২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ১০৫ আসন জিতেছে। শিবসেনা জিতেছে ৫৬টি আসনে। ফলপ্রকাশের পর থেকেই সমানুপাতে ক্ষমতা ভাগের দাবি তুলেছে শিবসেনা। এই মর্মে বিজেপিকে শিবসেনা জানিয়ে দিয়েছে, সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে লিখিতভাবে জানাতে হবে যে মুখ্যমন্ত্রীর পদ ‘৫০-৫০’ ভাবে ভাগ করা হবে। তবেই একমাত্র সরকার গঠন হবে।
কিন্তু, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ স্পষ্ট জানিয়ে দেন, মহারাষ্ট্রে বিজেপি-নেতৃত্বাধীন সরকারই গঠন হবে। দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফড়ণবীশ বলেন, জনাদেশেই পরিষ্কার। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল। দীপাবলির আমরা পরিষদীয় দলনেতা নির্বাচন করব। আর ঠিক তারপরই নতুন সরকার গঠন এবং শপথগ্রহণ হবে। তিনি মনে করিয়ে দেন, বিজেপি নেতৃত্বাধীন জোট শক্তিশালী ও স্থায়ী সরকার গঠন করবে।
বিজেপির আসন সংখ্যা কমলেও, ফড়ণবীশ দাবি করেন, বিজেপির সাফল্যের হার গতবারের তুলনায় বেড়েছে। বলেন, ২০১৪ সালে ২৬০ আসনে লড়াই করে ৪৭ শতাংশ আসনে জিতেছিলাম। প্রাপ্ত ভোটের হার ছিল ২৮ শতাংশ। সেখানে ২০১৯ সালে আমরা ১৫০ আসনে লড়াই করে ১০৫টি আসন জিতেছি। অর্থাৎ, ৭০ শতাংশ আসনে জয়। ভোট শতাংশের হার ২৬ শতাংশ। ফলে, স্ট্রাইক রেটের ভিত্তিতে এটাই সেরা।