মুম্বই: দেবেন্দ্র ফড়ণবীশের স্বল্পস্থায়ী মন্ত্রিসভায় তিনি উপ মুখ্যমন্ত্রী হয়েছিলেন। শিবির পালটে ফের শিবসেনা-এনসিপি- কংগ্রেস জোটে ফিরে যাওয়ার পর এবার নাকি ফের উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন অজিত পওয়ার, তবে এবার তাঁর ঠিকানা হচ্ছে উদ্ধব ঠাকরে মন্ত্রিসভা। উদ্ধবের ছেলে আদিত্যও মন্ত্রী হতে পারেন বলে খবর।


আজ সব মিলিয়ে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ৩৬ জন মন্ত্রী শপথ নেবেন। শিবসেনা ও এনসিপির কোটায় ১৩ জন করে মন্ত্রী ও কংগ্রেসের কোটায় ১০ মন্ত্রীর শপথ নেওয়ার কথা। কিন্তু জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও সম্প্রসারিত মন্ত্রিসভায় অজিত পওয়ার কেন? শোনা যাচ্ছে, এ ছাড়া নাকি অজিতের কাকা এনসিপি প্রধান শরদ পওয়ারের সামনে আর কোনও বিকল্প ছিল না। শরদের পর এনসিপিতে অজিতই প্রধান মুখ, আমলাতন্ত্রের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। তা ছাড়া উদ্ধবও নাকি তাঁকে মন্ত্রিসভায় চেয়েছেন।

অজিতকে নিয়ে আরও চমকপ্রদ তথ্য সামনে এসেছে। নয়া মন্ত্রিসভায় জায়গা পেতে তিনি নিজের যে বায়োডেটা দিয়েছেন, তাতে ফড়ণবীশ মন্ত্রিসভায় ৩ দিন উপ মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করারও উল্লেখ করেছেন। কিন্তু সম্প্রসারিত মন্ত্রিসভায় তাঁকে কোন দফতর দেওয়া হবে এখনও স্পষ্ট নয়। এনসিপি নাকি তাঁর জন্য স্বরাষ্ট্র চেয়েছে। কিন্তু শিবসেনা চায়, তাঁকে অর্থ দফতর দিতে। এ নিয়ে গতকাল গভীর রাত পর্যন্ত আলোচনা চলেছে, শোনা যাচ্ছে, অর্থই দেওয়া হতে পারে তাঁকে।

তবে শোনা যাচ্ছে, উদ্ধবের ওপর অসন্তুষ্ট হয়েছেন মহারাষ্ট্রের এই জোট সরকার গঠনের কুশীলব সঞ্জয় রাউত। তাঁর ভাই সুনীল রাউতের নাম সম্প্রসারিত হতে চলা মন্ত্রিসভায় নেই। বাদ গিয়েছে কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের নামও।