মুম্বই : রাজধানীতে সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। মহারাষ্ট্রেও নিম্নমুখী গ্রাফ দেখা যাচ্ছে। ৩০ মার্চের পর এই প্রথম করোনা সংক্রমিতের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬১৬ জন। এর আগে ৩০ মার্চ এই সংখ্যাটা ছিল ২৭ হাজার ৯১৮।


স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫১৬ জনের। এনিয়ে মোট মৃত ৮২ হাজার ৪৮৬। অন্যদিকে নতুন করে  ২৬ হাজার ৬১৬ জন সংক্রমিত হওয়ায় রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৫৪ লক্ষ ৫ হাজার ৬৮। তবে ৫১৬ জনের মধ্যে ২৮৯ জনের মৃত্যু হয়েছে গত ৪৮ ঘণ্টায়। বাকি ২১৭ জন মারা গিয়েছেন গত সপ্তাহে। কিন্তু, সোমবারের পরিসংখ্যানে এই তথ্য যোগ করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় ২.৩ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে।


এর পাশাপাশি গত একদিনে ৪৮ হাজার ২১১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এনিয়ে রাজ্যে সুস্থের সংখ্যা দাঁড়াল ৪৮ লক্ষ ৭৪ হাজার ৫৮২। এই মুহূর্তে মহারাষ্ট্রে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ৪৯৫ জন। 


এদিকে মুম্বইয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন সংক্রমিত হয়েছেন। মোট সংখ্যা ৬ লক্ষ ৮৯ হাজার ৬২। নতুন করে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এখানে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ২৭২। ঠিক এক মাস আগে এই শহরে সংক্রমণ ও মৃতের পরিসংখ্যান ছিল যথাক্রমে ৮ হাজার ৮৩৪ ও ৫৬।


তবে, সোলাপুর ও কোলহাপুরের মতো জেলায় মৃত্যু বেড়েছে। সোলাপুরে নতুন করে ৪৯ জনের এবং কোলহাপুরে ৮৩ জনের মৃত্যু হয়েছে। যা উদ্বেগ বাড়িয়েছে ওই দুই জেলা প্রশাসনের। রাজ্য সরকারের এক আধিকারিকের মতে, সংক্রমণ কমলেও, আরও কয়েক সপ্তাহ রাজ্যে মৃত্যু বাড়বে।


স্বাস্থ্য দফতরের বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজ্যে সুস্থতার হার ৯০.১৯ শতাংশ। মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।