মুম্বই: বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে ১ মে, ১৯৬০-এ সৃষ্টি হয়েছিল পৃথক মহারাষ্ট্র রাজ্য। তাই এই দিনটি পালিত হয় মহারাষ্ট্র দিবস হিসেবে। নানাভাবে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে দিনটি উদযাপন করেন মহারাষ্ট্রের মানুষ। দেখুন সেরা কয়েকটি মেসেজ, যা পাঠিয়ে আজ আপনার মারাঠি বন্ধুকে শুভেচ্ছা জানাতে পারেন
  • মনে স্বাধীনতা, শব্দে শক্তি, রক্তে পবিত্রতা, চিত্তে গৌরব, হৃদয়ে আনন্দ। উদযাপন করুন মহারাষ্ট্রের আত্মাকে। শুভ মহারাষ্ট্র দিবস।
  • আপনাকে মহারাষ্ট্র দিবসের শুভেচ্ছা। সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক।
  • আমি দেশকে ভালবাসি। ভারতকে ভালবাসি, স্বাধীনতা ভালবাসি, মহারাষ্ট্রকে ভালবাসি। জয় জয় মহারাষ্ট্র। শুভ মহারাষ্ট্র দিবস ২০২০।
  • ন্যায় বিচার, সৌভ্রাতৃত্ব ও ভালবাসা। আমাদের হৃদয়ের গান। মহারাষ্ট্র দিবসে হাতে হাত মেলান। এই ভূখণ্ড আমাদের অবিচ্ছেদ্য অংশ।
  • মহারাষ্ট্র একটি সুর। সবাই মিলে তা গাইতে হবে। মহারাষ্ট্র দীর্ঘজীবী হোক।