পুণে: আর জি কর-এ চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-মৃত্যুর পর থেকেই চিকিৎসক-নার্স নিগ্রহ নিয়ে যখন তোলপাড় বাংলার একাধিক হাসপাতাল। সেই সময়ই পুণেতে চিকিৎসকের সঙ্গেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। এবার পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী চিকিৎসক!                            

Continues below advertisement

পুণের সাতারায় ২ পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের। জানা গিয়েছে, হোটেলে আত্মঘাতী হন ওই চিকিৎসক। এমনকী সুইসাইড নোটে ২ পুলিশকর্মীর নামও লিখে গিয়েছেন তিনি। ধর্ষণের অভিযোগ তুলেই আত্মঘাতী হয়েছেন সরকারি হাসপাতালের চিকিৎসক।                                           

দেহ উদ্ধারের পর ওই চিকিৎসকের হাতের তালুতে সুইসাইডের বিস্তারিত লেখা থাকে। সেখানে পেনে হিন্দিতে লেখা রয়েছে, 'আমাকে ৪ বার ধর্ষণ করেছেন PSI গোপাল বান্দে। মানসিকভাবে অত্যাচার করেছেন পুলিশকর্মী প্রশান্ত বাঙ্কার'।                         

Continues below advertisement

এই ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এক পুলিশকর্মীর বিরুদ্ধে লাগাতার ধর্ষণ, আরেকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ঘিরে  শোরগোল। মহারাষ্ট্রে সরকারি হাসপাতালের চিকিৎসকের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। 

শুক্রবার পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের সাতারা জেলার একটি হোটেলের ঘরে সরকারি হাসপাতালের একজন মহিলা চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেছে। তিনি দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক হয়রানির অভিযোগ করে গেছেন।

হাতের তালুতে লিখে ওই চিকিৎসক অভিযোগ করে গিয়েছেন, গত পাঁচ মাস ধরে সাতারা পুলিশের দুই কর্মী তাকে ধর্ষণ এবং মানসিকভাবে হয়রানি করেছেন।                                                            

পুলিশের তরফে বলা হয়েছে, 'আমরা একটি মামলা দায়ের করেছি, এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা ওই চিকিৎসকের হাতে থাকা সুইসাইড নোটে উল্লেখিত অভিযোগগুলিও তদন্ত করছি। অভিযুক্তদের খুঁজে বের করার জন্য দল মোতায়েন করা হয়েছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।'