লাতুর: মহারাষ্ট্রের লাতুরের আলফা সুপারস্পেশালিটি হাসপাতালে এক চিকিৎসককে জনৈক করোনা রোগীর ছেলে ছুরি মেরে খুন করেছেন বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।


৩৫ বছর বয়সী অভিযুক্ত উদগির এলাকার বাসিন্দা। তাঁর ৬০ বছর বয়সী মায়ের করোনা পজিটিভ ধরা পড়ে, ২৫ তারিখ ওই হাসপাতালে ভর্তি হন তিনি। নানারকম অসুখে ভোগা মহিলা বুধবার সকালে মারা যান। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন দীনেশ ভার্মা, রোগীর অবনতি হতে থাকা শারীরিক অবস্থা নিয়ে তাঁর আত্মীয়স্বজনকে তিনি জানিয়েও ছিলেন। মহিলার মৃত্যুর পর তাঁর ছেলে ও তিন আত্মীয় দীনেশের সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু করেন। তখনই মৃতের ছেলে আচমকা একটি ছুরি বার করে চিকিৎসকের বুকে, গলায় ও হাতে চালিয়ে দেন বলে অভিযোগ।

অভিযুক্তকে তখনই গ্রেফতার করা হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) স্থানীয় জেলা শাখা এই ঘটনার নিন্দা করেছে, জানিয়েছে, জেলার সব ওপিডি এর প্রতিবাদে একদিন বন্ধ থাকবে। চিকিৎসকদের রক্ষার্থে ২৪ ঘণ্টার পুলিশি নিরাপত্তাও চেয়েছে তারা।