নয়াদিল্লি: ভাইপো অজিত বিদ্রোহ ঘোষণা করেছে। সূত্রের খবর, ৩০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপি-একনাথ সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। শুধু তাই নয়, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। এমনকী সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে আরও কয়েকজন এনসিপি বিধায়ক। তারপরেও বিচলিত নন বলে দাবি করেছেন এনসিপি প্রধান শরদ পওয়ার।
ANI সূত্রের খবর, শরদ বলেছেন, 'আমি একাধিক লোকের কাছ থেকে ফোন পেয়েছি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় আমায় ফোন করেছিলেন।' তিনি আরও জানিয়েছেন, 'আজ যা হচ্ছে তাতে আমি চিন্তিত নই। আগামীকাল আমি YB Chavanp-এর আশীর্বাদ নেব- এবং একটি মিটিং করব।'
এর আগে একবার এনসিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গ তুলে এদিন শরদ পওয়ার বলেন, 'এদিন প্রমাণ হল মোদি যা অভিযোগ করেছিলেন তা ভুল।' তাঁর অভিযোগ, এজেন্সিকে ব্যবহার করে বিজেপি এই কাজটি করিয়েছে। কারণ তাঁর দলের ৬-৭ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এর আগে মমতা-সহ আরও একাধিক বিরোধী দল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক কারণে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছিলেন। এদিন কার্যত সেই অভিযোগ করেছেন এনসিপি প্রধান শরদ পওয়ারও।
এ যেন শিবসেনা বিদ্রোহের পুনরাবৃত্তি। ঠিক এক বছর আগে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করে বিশাল সংখ্যক বিধায়ককে নিয়ে বিজেপির সঙ্গে সরকার গড়েছিলেন একনাথ শিন্ডে। তবে সেই ডামাডোলের জল গড়িয়েছিল বহুদূর। সঙ্গীদের নিয়ে অসমে গিয়ে একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন একনাথ শিন্ডে। তাঁর সাহায্যেরই মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছিল বিজেপি। একনাথের বিদ্রোহে কার্যত আড়াআড়ি ভাবে ভেঙে গিয়েছে বালাসাহেব ঠাকরের শিবসেনা। প্রায় একই ভাবে এনসিপিতেএ ভাঙন হল, শরদ পওয়ারের ভাইপো এবং এনসিপির দীর্ঘদিনের নেতা অজিত পওয়ারের নেতৃত্বে বিপুল সংখ্যক বিধায়ক যোগ দিলেন বিজেপি-একনাথ শিন্ডের মন্ত্রিসভায়। উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে অজিত দাবি করেছেন, তাঁরা এনসিপি ভেঙে বেরোননি, আদতে NCP-ই বিরোধী শিবির থেকে সরে শাসক শিবিরের সঙ্গে এল। এদিন অজিত পওয়ারের সঙ্গে ছিলেন প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবলের মতো বর্ষীয়ান এনসিপি নেতারা।
আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে