ওয়ার্ধা: মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জন চিকিত্সক পড়ুয়ার। মৃতদের মধ্যে স্থানীয় এক বিজেপি বিধায়কের ছেলেও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গতকাল গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। ৭ জন চিকিত্সক পড়ুয়া একটি গাড়িতে ওয়ার্ধা যাচ্ছিলেন। রাস্তায় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ৪০ ফুট নীচে পড়ে যায়। গাড়ির ৭ আরোহীরই মৃত্যু হয়েছে।
পূলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, সেলুসারা এলাকা দিয়ে যখন গাড়িটি যাচ্ছিল সেই সময় একটি বন্য প্রাণী তাদের গাড়ির সামনে এসে হাজির হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, যে ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন তিনি প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। সেই সময় চালক চেষ্টা করলেও অনিয়ন্ত্রিত হয়ে পড়ে গাড়ি। এরপর কালভার্টের নিচে খাদে পড়ে যায় গাড়িটি।
এই ঘটনায় গাড়িতে উপস্থিত সকলেরই মৃত্যু হয়েছে, জানিয়েছেন ওয়ার্ধা এসপি প্রশান্ত হোলকার। নিহতদের মধ্যে রয়েছেন তিরোরা আসনের বিজেপি বিধায়ক বিজয় রাহাংডালের ছেলে। অন্য নিহতরা হলেন নীরজ চৌহান, নীতেশ সিং, বিবেক নন্দন, প্রত্যুষ সিং, শুভম জয়সওয়াল, পবন শক্তি।
মহারাষ্ট্রের দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি জানান, "মহারাষ্ট্রের সেলসুরার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানির কথা জানতে পেরে আমি অত্যন্ত ব্যথিত। দুঃখের এই মুহুর্তে, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন আমি সেই পরিবারের পাশে আছি। আমি প্রার্থনা করছি যে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।"
অন্যদিকে, এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন মৃতদের পরিবারকে PMNRF এর তহবিল থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।