মুম্বই: দেশের মানুষকে গ্রাস করেছে করোনা আতঙ্ক। রোগমুক্তির উপায় কী, এই নিয়ে অনবরত চলছে চর্চা। এই মারণ ভাইরাসের উৎপত্তি নিয়েই নিশ্চিত কিছু বলতে পারেননি বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে মানুষের আতঙ্কের সুযোগ নিয়ে মহারাষ্ট্রে ভুয়ো প্রতিষেধক দিচ্ছিলেন তিন মহিলা। সূত্রের খবর, জালনা জেলায় রাধা রামনাথ সামসে, সীমা কৃষ্ণা, সঙ্গীতা রাজেন্দ্র নামে তিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা নিজেদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে প্রতিষেধক দিচ্ছিল বলে জানা গেছে। এরা পিমপলগাঁও গ্রামের লোকেদের কাছে এই প্রতিষেধক নিয়ে প্রচার চালায়।অনেকে তাদের কথায় বিশ্বাসও করে। এরপর কয়েকজন গ্রামবাসী মেডিক্যাল অফিসার ডা. মহাদেব মুণ্ডেকে এই ব্যাপারে জানায়। খবর পেয়ে তাদের বাড়িতে তল্লাসি চালিয়ে ভুয়ো প্রতিষেধক, বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলি রাজ্যের স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মানুষকে ঠকানোর অভিযোগ দায়ের করা হয়েছে।