মহারাষ্ট্র: স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2019 06:38 PM (IST)
স্বামীকে হত্যার জন্য মহারাষ্ট্রের পালঘর জেলার ৩৮ বছরের এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০১৬-তে ওই মহিলা তার মদ্যপ স্বামীকে খুন করেছিল।
ঠানে: স্বামীকে হত্যার জন্য মহারাষ্ট্রের পালঘর জেলার ৩৮ বছরের এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০১৬-তে ওই মহিলা তার মদ্যপ স্বামীকে খুন করেছিল। গতকাল শুক্রবার জেলা বিচারপতি চন্দ্রকলা ভোয়েরকে দোষী সাব্যস্ত করেন। ২০১৬-তে ভাড়া তালুকের খাটকাড়ি গ্রামে চন্দ্রকলা দা-এর আঘাতে ৩৫ বছরের স্বামী চন্দ্রকান্ত ভোয়েরকে খুন করে। জানা গেছে, চন্দ্রকান্ত মাঝেমধ্যেই চন্দ্রকলা ও তার মেয়েকে মারধর করত। এতেই ক্ষিপ্ত হয়ে সে স্বামীকে খুন করে। আদালত চন্দ্রকলার ৫ হাজার টাকা জরিমানাও করেছে।