মুম্বই: আজ দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াইলাখ ছাপিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে আক্রান্ত ২,৫৬,৬১১ জন, তাঁদের মধ্যে ১২৪,০৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। প্রাণ হারিয়েছেন ৭,১৩৫ জন।  মহারাষ্ট্রে এই মুহূর্তে ৮৫,৯৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, গোটা চিনে যেখানে সংখ্যাটা আজ পর্যন্ত ৮৪,১৯১।


মহারাষ্ট্রের করোনায় আজ পর্যন্ত মারা গিয়েছেন ৩,০৬০ জন। সেরে উঠেছেন ৩৯,৩১৪ জন। শুধু মুম্বইতে ৪৮,০০০-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ুর করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১,৬৬৭। ২৬৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ১৭,০০০।

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭,৬৫৪ জন। ১০,৬৬৪ জন সেরে উঠেছেন, ৭৬১ জন মারা গিয়েছেন।

গুজরাতেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে হয়েছে ২০,০৭০। ১৩,৬৩৫ জন সেরে উঠেছেন, প্রাণ হারিয়েছেন ১,২৪৯ জন।

রাজস্থানে এখনও পর্যন্ত ১০,৫৯৯ জন করোনা আক্রান্ত। ৭,৬৪১ জন সেরে উঠেছেন, মারা গিয়েছেন ২৪০ জন।

মধ্য প্রদেশে ৯,৪০১ জন করোনা রোগী, উত্তর প্রদেশে ১০,৫৩৬ জন। বিহারের করোনা মামলা ৫,০৮৮, মৃতের সংখ্যা ৩০। অন্ধ্র প্রদেশে এ পর্যন্ত ৪,৭০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৭৫ জন। কর্ণাটকে এখন পর্যন্ত ৫,৪৫২ জন করোনায় ভুগছেন বলে জানা গিয়েছে, তেলঙ্গানায় আক্রান্তের সংখ্যা ৩,৫০০-এর বেশি। জম্মু কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। হরিয়ানায় ৪,৫০০-এর কাছাকাছি।