বুলধানা: মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানায় ভয়াবহ দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় বাসের মধ্যেই পুড়ে মৃত্যু অন্তত ২৫ জনের। যবৎমল থেকে পুনে যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে আগুন ধরে যায় বাসটিতে। রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রের খবর, বাসে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন।
মহারাষ্ট পুলিশ জানিয়েছে, নাগপুর থেকে পুনে যাওয়ার সময়ে রাস্তার একটি ডিভাইডারে ধাক্কা মেরে আগুন ধরে যায় বাসটিতে। এ দিন রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে। বাসে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। রাত হওয়ার কারণে সকলেই প্রায় ঘুমের মধ্যে ছিলেন। ফলে তড়িঘড়ি বেরিয়ে আসা সম্ভব হয়নি। তাতেই মৃত্যু ঘটেছে এতজন যাত্রীর। বাকিদেরও দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে।
ঘটনায় নিজের ট্যুইটার হ্যান্ডেলে শোক প্রকাশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ট্যুইটারে তিনি লিখেছেন, 'মহারাষ্ট্রের বুলধানায় বিধ্বংসী বাস দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য চিন্তিত এবং প্রার্থনা করছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে।
এর আগেও আরও এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে (Maharashtra)। পাথার গ্রামের কাছে নাসিক-সিরডি হাইওয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ৪৫ জন যাত্রী নিয়ে থানের অম্বরনাথ এলাকা থেকে শিরডির উদ্দেশে যাওয়া একটি লাক্সারি বাসে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক। ওই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: Lifestyle: ব্যস্ত রুটিনের মাঝেও থাকুন ফিট, কীভাবে? রইল একাধিক উপায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial