মুম্বই : বাগে আসছে না পরিস্থিতি। একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ হাজার। বেগতিক দেখে তড়িঘড়ি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে কি পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র ?


কেন মহারাষ্ট্রে চিন্তার কারণ করোনা ?


করোনার দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছে প্রধানমন্ত্রীর। দেশের বিভিন্ন প্রান্তে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র। যেখানে গত একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮,৯৯৩ জন। রাজ্যে মারা গিয়েছেন ৩০১ জন। শুধু মুম্বইতেই করোনা আক্রান্তের সংখ্যা ৯,২০০। যার মধ্যে মারা গিয়েছেন ৩২ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩২,৮৮,৫৪০। যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৭,৩২৯জন। মহারাষ্ট্রের এই ভয়াবহ পরস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে উদ্ধব সরকারের।


জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর


রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি দেখে শনিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে 'মহাবিকাশ অগড়ি' সরকারের নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি, এমএনএস, এপিআই, এসপি ও অন্যান্য দলের নেতাদের। সূত্রের খবর, পূর্ণ লকডাউনের বিষয়ে আলোচনা হতে
পারে সর্বদলীয় বৈঠকে। লকডাউনের বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন বিরোধীরা। উদ্ধব সরকারকে ছোট ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে বলেছেন তাঁরা।


করোনা রুখতে কী কী ব্যবস্থা ?


রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই 'নাইট কারফিউ'- জারি করেছে রাজ্য সরকার। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত রয়েছে এই বিধিনিষেধ। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।গতকাল ৯ এপ্রিল থেকেই রাজ্যে 'উইকেন্ড লকডাউন' জারি হয়েছে।আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই লকডাউন জারি থাকবে।


পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র ?


মহারাষ্ট্রে করোনার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি বলেন, 'বর্তমানে রাজ্যের পরিস্থিতির কথা চিন্তা করে ২-৩ সপ্তাহের পূর্ণ লকডাউন প্রয়োজন। আমরা আশা করছি, যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে ভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে।রাজ্যে করোনা আক্রান্তের উর্ধ্বমুখী গ্রাফের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের পরামর্শ ও সাহায্য নেওয়া হবে।'