নয়াদিল্লি: নিশিকান্ত দুবের ( Nishikant Dubey) বিরুদ্ধে এবার একাধিক দুর্নীতির অভিযোগে পাল্টা সরব হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। সোশাল মিডিয়ায় বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত নিয়ে তুললেন প্রশ্ন। অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে তদন্তের আর্জির প্রত্যুত্তরে দুবেকে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


দশমীতে রাবণ দহনের মাধ্যমে, অশুভ শক্তির বিনাস হয়ে সূচনা হয়েছে শুভশক্তির।আতসবাজির আগুনে যখন পুড়ে ছাই দশানন, সেদিনই ভারতীয় রাজনীতির উত্তাপ চড়ল আরও একধাপ।নেপথ্যে মহুয়া মৈত্র বনাম বিজেপির সংঘাত। এবার কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি বনাম কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের সোশাল মিডিয়ায় আক্রমণের পোস্ট। মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করা এবং হিরানন্দানিকে সংসদের লগ-ইন আইডি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।


তার জবাবে বিজেপি সাংসদকে পাল্টা চিঠি দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনি লিখেছেন, লোকসভার ওয়েবসাইটের ক্ষেত্রে, যে সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে National Informatics Centre, সেই NIC লোকসভার স্পিকারের অধীনে থাকা লোকসভার সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন। বিজেপির সাংসদের উদ্দেশে মন্ত্রী লিখেছেন, আপনার তোলা অভিযোগ নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর। আপনি যে অভিযোগ তুলেছেন, বিষয়টি এখন লোকসভার এথিক্স কমিটি তদন্ত করে দেখছে। 


এক্ষেত্রে লোকসভার সচিবালয়ের যে কোনও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে NIC. এই তদন্তে এথিক্স কমিটিকে পূর্ণ সহযোগিতা করবে NIC.এই চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করে, নাম না করে মহুয়া মৈত্রকে ফের নিশানা করেছেন নিশিকান্ত। একজন সাংসদের লোভ, দেশের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। রাবণ দহন ও দুর্গার বিসর্জনের পর ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে। এটা কোনও শাসক-বিরোধীর বিষয় নয়, দেশের নিরাপত্তা এবং অখণ্ডতার প্রশ্ন, যা রাজনীতির ঊর্ধ্বে।


সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে পাল্টা সরব হয়েছেন মহুয়া মৈত্র। প্রথম পোস্টে তিনি লিখেছেন,' শুনে মজা পেলাম, আমার বিরুদ্ধে 'তদন্তে' সহযোগিতার আশ্বাস দিয়ে ভুয়ো ডিগ্রিধারীকে চিঠি লিখেছেন অশ্বিনী বৈষ্ণব। গতবছর বাচ্চাদের নিয়ে 'জাল দুবে' যে বিমানবন্দরের ATC রুমে ঢুকে পড়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও অসামরিক বিমান পরিবহণমন্ত্রক তার কী তদন্ত করছে, অপেক্ষায় আছি। '






আরও পড়ন, মহুয়া বিতর্কে জড়াতে চায় না TMC, বুঝিয়ে দিলেন কুণাল, অধীর বললেন..


নিশিকান্ত দুবে আগেই অভিযোগ করেছেন, মহুয়া মৈত্র ভারতে থাকলেও, তাঁর সংসদীয় আইডি ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে। এর প্রেক্ষিতে এদিন দ্বিতীয় পোস্টে মহুয়া প্রশ্ন তুলেছেন, 'কে মিথ্যা বলছেন? দু'দিন আগে ভুয়ো ডিগ্রিধারী বলেছিলেন যে, NIC ইতিমধ্যেই তদন্তকারী সংস্থাকে লগ ইন সংক্রান্ত বিশদ বিবরণ দিয়েছে। আর এখন অশ্বিনী বৈষ্ণব বলছেন, লোকসভা অথবা এথিক্স কমিটি চাইলে, তথ্য দেবে NIC। এরপর আদানি ও নিশিকান্তের লোকসভা কেন্দ্রের প্রসঙ্গে টেনে মহুয়া কটাক্ষ করে লেখেন, আমাকে আঘাত করতে চাইলে, বিজেপিকে স্বাগত জানাই, কিন্তু আদানি ও গোড্ডা উপযুক্ত কৌশলী নয়।