নয়াদিল্লি: কেউ কেউ অতিমারী নিয়ম মানছে না বলে নাম না করে বিজেপি ও অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, কিছু কিছু রাজনৈতিক দল নিয়ম লঙ্ঘন করছে। অতিমারী নিয়ম মানছে না।


মমতা বলেন, ‘রাজ্য সরকারকে বাদ দিয়ে এজেন্সির মাধ্যমে বিরক্ত করা হচ্ছে। নির্বাচিত সরকারকে ডিঙিয়ে এসব করা যায় না। ‘হুমকি দিচ্ছে, অফিসারদের বউদের বদলি কর দেব বলা হচ্ছে। বলা হচ্ছে আয়কর ধরিয়ে দেব, ভিজিল্যান্স ধরাব। রাজ্যের অফিসরদের বলছি ভয় পাবেন না।’


বুধবার বিকেলে রাজ্যে তিনদিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন বাঁকুড়ায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করেছেন।


এপ্রসঙ্গে নাম না করে অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন। বহিরাগতদের বাংলা মেনে নেবে না, ছেড়ে কথা বলবে না।’


বিজেপির কর্মসূচিকে আক্রমণ করে মমতা বলেন, ‘দায়িত্বজ্ঞানহীনের মতো মিছিলে সংক্রমণ বাড়ছে।’