নয়া দিল্লি: লন্ডনের একটি সাবস্টেশনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে ভয়াবহ পরিস্থিতি। মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হল হিথরো বিমানবন্দর। এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ হল নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনা। এই ঘটনার জের ধরে শুক্রবার সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ১৬ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
বিবিসি সূত্রে খবর, ১৫০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে যে তারা ১০টি দমকল ইঞ্জিন এবং প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে এবং ২০০ মিটার নিরাপত্তা বেষ্টনী কার্যকর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের - লন্ডনের হিলিংডন বরোর হেইস-এ অবস্থিত সাবস্টেশনটি থেকে ভয়াবহ ধোঁয়া বেরিয়ে আসায় পার্শ্ববর্তী এলাকার স্থানীয়দের বাড়ির ভেতরে থাকতে এবং দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, সোশাল মিডিয়া পোস্টে হিথরো বিমানবন্দরের তরফে বলা হয়েছে, এই মুহূর্তে যাত্রীদের ভ্রমণ না করার। আরও বিস্তারিত জানার জন্য তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। "বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার কারণে, হিথরো উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথরো ২১ মার্চ রাত ১১.৫৯ পর্যন্ত বন্ধ থাকবে।"
বিমানবন্দরের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, "যদিও দমকল কর্মীরা কাজ করছে, আমাদের কাছে স্পষ্ট নয় যে কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে ফিরিয়ে আনা যাবে। আমরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।"
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24 অনুসারে, বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে যে তারা "আগামী দিনগুলিতে বিমান পরিষেবা ব্যাঘাতের আশঙ্কা করছে"।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে