মুম্বই : এত বছর ধরে বাণিজ্যনগরীর রাস্তায় পাপড়ি চাট বিক্রি করছেন ! অথচ কারও নজরেই পড়েননি। হঠাৎ করেই তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। লোকজনের চোখ কপালে । এ কী আদানি, ফুটপাথে পাপড়ি-চাট বিক্রি করছেন। এমনও দুর্দিন এল ? নাকি এ ছদ্মবেশ ?
যমজ ভাই নন তো ?
গৌতম আদানির কার্বন-কপি এই ব্যক্তি এখন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। অবিকল যেন গৌতমই। কেউ তো আবার ভ্রু কুঁচকে বলছেন, গৌতমের যমজ ভাই-টাই নন তো ? আন্ধেরি স্ট্রিটে রমরমিয়ে চলে তার চাটের ব্যবসা। কিন্তু জানালেন ভারতের বিজনেস টাইকুনের সঙ্গে নাকি কোনও সম্পর্কই নেই । তাহলে চেহারায় এত মিল? তাহলে কি সত্যিই রক্তের সম্পর্ক ছাড়াও একইরকম দেখতে মানুষ পৃথিবীতে ছড়িয়ে - ছিটিয়ে থাকে?
লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে পোস্টটি
মুম্বইয়ের আন্ধেরি রেলওয়ে স্টেশনের কাছেই একটি জনপ্রিয় চাটের দোকান। চাট বিক্রেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ একটাই। পাপড়ি-চাট বিক্রেতার সঙ্গে শিল্পপতি গৌতম আদানির এমন অদ্ভূত মিল।
কী বলছেন নেটিজেনরা ?
মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ব্যাপকভাবে শেয়ার হয়েছে ক্লিপটি। তাতে দেখা গিয়েছে , যে ওই বিক্রেতা তার স্টলে বসে আছেন এবং কেউ একজন ফোনে আদানির ছবি দেখাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে মজা করে মন্তব্য করা হয়েছে, "গৌতম আদানির ভাই আন্ধেরি রেলস্টেশনের কাছে চাট বিক্রি করেন, আর এদিকে গৌতম কোটিপতি। তবুও, তিনি তার ভাইয়ের কাছ থেকে কোনও সাহায্য পান না। দুঃখজনক।"
সত্যিটা কী ?
কেউ আবার মজা করে লেখা এই ক্যাপশনকেই সত্যি বলে ধরে নিয়েছেন। কেউ আবার, মজাটাই উপভোগ করেছেন। তবে, এআই-চালিত ফ্যাক্ট-চেকিং টুল, গ্রোক নিশ্চিত করেছে যে বিক্রেতার সাথে গৌতম আদানির কোনও ই ব্যক্তির কোনও সম্পর্কই নেই।