মালদা: মালদার ইংরেজবাজারে অবসর নিতে চলা এক রেল কর্মীর খুনের কিনারা করল পুলিশ। খুনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে তারা। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।

২৬ অক্টোবর ইংরেজবাজার রেল কলোনিতে নিজের কোয়ার্টার থেকে উদ্ধার হয় রেল কর্মী হনুমান রায়ের হাত বাঁধা রক্তাক্ত মৃতদেহ। তদন্তে নেমে মোবারক শেখ ও জাকির শেখ নামে দুই অভিযুক্তকে গতকাল গ্রেফতার করে পুলিশ। ধৃতরা পুরাতন মালদার জলঙ্গার বাসিন্দা। পুলিশের দাবি, হনুমান রায়ের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ চলছিল মোবারকের। খুনের দিন নিজের কোয়ার্টারে মোবারককে ডেকে পাঠান ওই রেল কর্মী। তার আগেই তাঁকে খুনের পরিকল্পনা করে মোবারক। সেই মতো জাকিরকে সঙ্গে নিয়ে রেলের আবাসনে হাজির হয়। পরিকল্পনামাফিক গলায় ফাঁস লাগিয়ে খুন করে তাঁকে।