শিলিগুড়ি: একমাসের উত্তরবঙ্গ সফরে গিয়েই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। আজ শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘কোভিড প্রমাণ করেছে রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের প্রকাশ্য বিরোধিতা রাজ্যের। সঙ্কটের সময় আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল। দূরদর্শিতার অভাবে ভুগেছেন রাজ্যের মানুষ।’
রাজ্যপাল আরও বলেন, ‘আমার কাছে রিপোর্ট এসেছে, উত্তরবঙ্গে সরকারি কর্মীরা রাজনৈতিক দলের অনুগত। দার্জিলিঙের এসপি-ডিএম-কে বলছি, রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আগুন নিয়ে খেলবেন না। আমলাদেরও একই কথা বলছি।’
পাল্টা রাজ্যপালের সমালোচনা করে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন, ‘রাজ্যের হাতে আয়ুষ্মান প্রকল্পের চেয়ে ঢের ভাল প্রকল্প আছে। কৃষকদের হাতে টাকাও পৌঁছে দেওয়া হয়েছে। কেন ওঁর কথা শুনে চলবেন ডিএম-এসপি-রা? পাহাড়ে গিয়েই ষড়যন্ত্রের চেষ্টা করছেন রাজ্যপাল।’
গতকাল শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হন রাজ্যপাল। তিনি একমাস পাহাড়ে থাকবেন। বিমল গুরুঙ্গের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত মেলার পর, ফের উত্তপ্ত হতে শুরু করেছে পাহাড়। গুরুঙ্গ অনুগামীদের সঙ্গে বিনয় তামাঙ্গের অনুগামীদের চাপানউতোর ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের টানা একমাসের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কোভিড প্রমাণ করেছে রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল, তোপ রাজ্যপালের, পাল্টা সৌগত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2020 10:39 AM (IST)
গতকাল শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হন রাজ্যপাল।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -