মাল : বিস্ফোরণে আহত হওয়ার পর শুক্রবার "সংকটজনক" অবস্থায় ছিলেন মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিস্ফোরণে আহত হওয়ার পর তাঁকে রাজধানী মালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৬ ঘণ্টার মরণ-বাঁচন লড়াই চলে। তাঁর মাথায়, ছাতিতে, তলপেটে এবং অঙ্গপ্রত্যঙ্গে আঘাত লেগেছে। বিস্ফোরণে আহত হয়েছেন তাঁর এক বডিগার্ড এবং এক ব্রিটিশ নাগরিক। তাঁদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


মহম্মদ নাশিদ। বয়স ৫৩ বছর। তিনি মলদ্বীপে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। এবং এই দ্বীপরাষ্ট্রের এখনও একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। পুলিশ জানিয়েছে, মোটরবাইকে লাগানো থাকা বিস্ফোরক থেকে নাশিদের গাড়িতে বিস্ফোরণ হয়। তাঁকে মালেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, প্রাক্তন রাষ্ট্রপতির ফুসফুস ও লিভার থেকে বুলেট বের করা হয়েছে। কিন্তু, এখনও একটি টুকরো ভিতরে রয়ে গিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক নাশিদের পরিবারের এক সদস্য বলেন, আমরা আশাবাদী যে উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। যখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেই সময় উনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন।


এদিকে ঘটনার তীব্র নিন্দা করে মলদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সলিহ বলেন, এই হামলা গণতন্ত্রের উপর আঘাত। অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে। এর পাশাপাশি ঘোষণা করেন, বিস্ফোরণের ঘটনার তদন্তে সাহায্য করার জন্য শনিবার অস্ট্রেলিয়ান ফেডেরাল পুলিশের একটি দল আসছে। 


মলদ্বীপ পুলিশ জানিয়েছে, রাষ্ট্রসংঘের ড্রাগস ও ক্রাইম অফিসকেও তদন্তে সাহায্য করতে বলা হয়েছে। 


মলদ্বীপ পুলিশ ঘটনাটিকে জঙ্গি কার্যকলাপ হিসাবে দেখছে। এবং জনগণের উদ্দেশে বলা হয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তাঁরা যদি কোনওভাবে সাহায্য করতে পারেন, তাহলে তা যেন করেন। 


বৃহস্পতিবারের এই হামলার স্বীকার করেনি কোনও সংগঠন। কিন্তু নাশিদের মলদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির ঘনিষ্ঠ আধিকারিকরা জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে নাশিদ যে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি মাথায় রাখলে এই হামলার পিছনে রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে।


প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামেনের সময়কালে পর্যটনের প্রোমোশনের জন্য প্রায় ৯০ মিলিয়নের গরমিলের অভিযোগের তদন্ত নিয়ে সম্প্রতি উঠেপড়ে লাগেন নাশিদ।