আশাবুল হোসেন ও রুমা পাল, কলকাতা: মদন মিত্রর রঙিন মেজাজের কথা এবার খোদ তৃণমূলনেত্রীর মুখে। বুধবারের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রসিকতা করে বলেন, মদন একটু কালারফুল ছেলে। তবে বেশি কালারফুল হলে সমস্যা। একথা শুনে মঞ্চে হাসির রোল ওঠে।


মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, মদন একটু কালারফুল ছেলে। মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। কিন্তু বেশি কালারফুল হয়ে গেলে প্রবলেম। বঙ্গ রাজনীতি মানেই লাল, সবুজ, গেরুয়ার মতো রঙের লড়াই। কিন্তু, এই বঙ্গ রাজনীতিতে যথার্থই রঙিন যদি কেউ থাকেন, তিনি মদন মিত্র। কখনও তিনি নায়িকাদের সঙ্গে দোল খেলেন। কখনও আবার নায়কের মতো বাইক চালান। রঙিন পোশাক আর রকমারি সানগ্লাসে নতুন ফ্যাশন ট্রেন্ডও তৈরি করেন। 


বঙ্গ রাজনীতিতে মদন মিত্রই প্রথম, যাঁর বায়োপিক তৈরি হচ্ছে। এবার মদন মিত্রর রঙিন মেজাজের কথা শোনা গেল খোদ তৃণমূলনেত্রীর মুখে। তা-ও আবার মদন মিত্রর উপস্থিতিতেই। ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচারে অন্যতম দায়িত্বে রয়েছেন ভবানীপুরের ছেলে মদন মিত্র। সেকথা বলতে গিয়েই বুধবার মদন মিত্রর পোশাক-আশাক নিয়ে রসিকতা করেন তৃণমূলনেত্রী।


আরও পড়ুন, 'তথ্য থাকলেও এফআইআর করা যাবে না? ভগবানের জ্যেষ্ঠপুত্র?’, শুভেন্দুকে রক্ষাকবচ নিয়ে প্রশ্ন মমতার


যদিও এরপরই মমতার নির্দেশ, "মদন তুমি তোমার পাড়াটা দেখে নিও... পরশু দেখলাম তুমি ধুতি-পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে, সেরকমই থেকো... সাজুগুজু করবে তবে বেশি সাজুগুজু করবে না।" তৃণমূলনেত্রীর কথায় মঞ্চে তখন হাসির রোল, দর্শকাসনে হাততালি। তবে মদন মিত্র এসব বেশ উপভোগ করেছেন। 


তবে, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে বুধবার চেতলায় প্রথম কর্মিসভার মঞ্চ থেকে ইডির অভিষেক তলব নিয়ে তোপও দেগেছেন তৃণমূল নেত্রী। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই কয়লাকাণ্ডে ফের অভিষেককে তলব করেছে ইডি। কলকাতার মামলা দিল্লিতে তলব কেন? নাম না করে মোদী-শাহকে এই সুরেই তোপ দাগেন মমতা।