কলকাতা: বুধবার কোচবিহারের রাসমেলার মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা আগে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টারে কার্যত ছেয়ে গেল কোচবিহার শহর। সাগরদিঘি, পুলিশ লাইন মোড় থেকে বাসস্ট্যান্ড। সর্বত্র পোস্টারে দাদার অনুগামীদের উপস্থিতি। মমতার যাত্রাপথে শুভেন্দু-পোস্টার ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এর নেপথ্যে বিজেপির হাত দেখছে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিজেপি চক্রান্ত করে রাতের অন্ধকারে ফ্লেক্স লাগাচ্ছে, এসব করে কিছু হবে না বলে দাবি করেছেন।
যদিও, বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা রায়ের পাল্টা দাবি, নিজেদের কোন্দল ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল। তৃণমূল নেত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়াতেও শুভেন্দুর সমর্থনে ফ্লেক্স দেখা গিয়েছে, যা নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূলের চোপড়া ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ বলেন, পোস্টারের পিছনে বিজেপির হাত রয়েছে, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এভাবে পোস্টার দিচ্ছে। পাল্টা উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুবোধ সরকার বলেন, এই ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের একাংশ মেপে নিচ্ছে শুভেন্দুর ওয়েট বেশি, না মমতার।
মঙ্গলবার হলদিয়ার সভা থেকে নাম না করে তৃণমূলকে কড়া বার্তা দেন শুভেন্দু। অন্যদিকে, মমতার উত্তরবঙ্গ সফরের মধ্যে তাঁর সমর্থনে দুই জেলায় পোস্টার ঘিরে সরগরম রাজনীতি।