সৌভিক মজুমদার, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের পিছনে কোনও চক্রান্ত নেই। হাইকোর্টে জানাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, রিপোর্ট দিয়ে এমন দাবি করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। 


কী ঘটনায় এমন রিপোর্ট:
গত ৪ মার্চ উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে, মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্সের কবলে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বিমান। অভিযোগ ছিল, আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে, ঝাঁকুনি দিয়ে কয়েক হাজার ফুট নেমে আসে বিমানটি। সূত্রের খবর ছিল, মুখ্যমন্ত্রীর বিশেষ বিমানটি প্রায় ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। আচমকা সেই উচ্চতা থেকে, বেশ কয়েক হাজার ফুট নেমে আসে সেটি। এরপরই এই ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন পড়ে যায়। ষড়যন্ত্রের অভিযোগে সরব হয় তৃণমূল। এনিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিপ্লব চৌধুরী। 


কী জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক:
ওই মামলায় এদিন আদালতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক দাবি করে, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার রিপোর্ট অনুযায়ী কোনও চক্রান্ত হয়নি। এরপরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্দেশ দেন, এই রিপোর্ট হলফনামার আকারে পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৮ জুলাই।


মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রীও:
স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বিধানসভায় (bidhan sabha) জানিয়েছিলেন যে কোনও আবহাওয়ার গোলযোগ নয়, তাঁর বিমানের সামনে চলে এসেছিল অন্য কোনও বিমান। অখিলেশ যাদবের হয়ে প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বারাণসী থেকে ফিরছিলেন মমতা। সেই সময়ই এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর বিমান। সেদিন বিধানসভায় মমতা জানান, তাঁর বিমানের কাছাকাছি চলে এসেছিল অন্য বিমান। সংঘর্ষ এড়াতে আচমকা নামাতে হয় বিমানটিকে। প্রায় ৮ হাজার ফুট নামাতে হয় বিমানটিকে। অতি দক্ষতার সঙ্গে পাইলট তা করতে পারায়, বেঁচে যায় বিমান।


আগেও এমন ঘটনা:
এর আগে ২০১৮ সালে একবার বিমান-বিভ্রাটের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরার সময় এমন ঘটনা ঘটেছিল। অভিযোগ ছিল, মাঝ আকাশেই আধ ঘণ্টা চক্কর খায় মুখ্যমন্ত্রীর বিমান। তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিমান বিভ্রাটের কারণে কলকাতায় হার্দিক পটেলের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তাতে দেরি হয়ে গিয়েছিল। তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এর আগেও বিমান-বিভ্রাটের কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকারের