কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ (South Bengal), ১১ জেলায় তাপপ্রবাহ। বাঁকুড়া, পুরুলিয়া-সহ ১১ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার। বেলার বদলে সকালে প্রাথমিক স্কুল (Primary School) খোলার পরামর্শ সরকারের। পরিস্থিতি বিচার করে সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ। জেলা শাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি দিল স্কুল শিক্ষা দফতর (School Education Department)। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সমস্ত প্রাথমিক স্কুল সকালে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকার: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ।  কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। যার জেরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে শহরে।   উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস, অসহনীয় এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। বসন্তের শেষ দিক থেকে সূর্যের যে প্রতাপ শুরু হয়েছে, গ্রীষ্ণকাল পড়তে না পড়তেই, তা যেন মাত্রা ছাড়িয়েছ। হাঁসফাঁস করা গরমে ওষ্ঠাগত প্রাণ। বাইরে বেরোলেই সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। ফুটিফাটা গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এদিনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সমস্ত প্রাথমিক স্কুল সকালে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার সাড়ে ৩ হাজার স্কুল বুধবার থেকে সকাল সাড়ে ৬টায় শুরু হবে। বিজ্ঞপ্তি জারি করে জানায় জেলা বিদ্যালয় শিক্ষা সংসদ। আর এবার পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সব প্রাথমিক স্কুলই সকালে শুরু করার পরামর্শ দিল রাজ্য সরকার। 


অসহ্য এই গরমের হাত থেকে রেহাই মিলবে কীভাবে? চিকিৎসকদের দাওয়াই, খুব প্রয়োজন না হলে ভর দুপুরে বাইরে না বেরনোই ভাল। জোর দিতে হবে তরল খাবারের ওপর। পরতে হবে সুতির পোশাক, ব্যবহার করতে হবে ছাতা। এই অবস্থায় শিশুদের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, “স্কুলগুলোকে পরামর্শ সকালে স্কুল হলে ভাল হয়, রোদে খেলাধুলো বন্ধ করা উচিত, পিটি যাতে রোদে না হয় সেদিকে নজর দিতে হবে।’’ শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরির বলছেন, “বাচ্চাদের দিকে নজর রাখতে হবে।’’


আরও পড়ুন: West Burdwan News: রেল পরিচালিত ৩টি স্কুল বন্ধের সিদ্ধান্ত, প্রতিবাদ অভিভাবকদের