কলকাতা: বালেশ্বরের স্মৃতি উস্কে বিশাখাপত্তনমে (Visakhapatnam ) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত  ৮ জনের, আহত অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'আরেকটি মর্মান্তিক রেল দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। একাধিক বগি লাইনচ্যুত। অসহায় যাত্রীরা কোচে আটকে রয়েছে এখনও। বারংবার ট্রেন দুর্ঘটনা দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তি হয়ে উঠছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা রইল। অবিলম্বে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ ও তদন্তের দাবি জানাচ্ছি। রেলের আর কবে ঘুম ভাঙবে?'  






এদিকে এই ঘটনার পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। 


রেল দুর্ঘটনার পরেই বিষয়টি নিয়ে X হ্যান্ডেলে ট্যুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লিখেছেন, 'উদ্ধারকাজ চলছে। সব যাত্রীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা ঘটনার বিশদ বিবরণ শুনেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রাজ্য সরকার এবং রেলের আধিকারিকরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করছে।'  






রেল সূত্রে খবর, কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার।মানুষের ভুলেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার সিগন্যাল না মেনেই এগিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইস্ট কোস্ট রেলের CPRO।