দিল্লি বিধানসভা নির্বাচনে আপকে সমর্থনের ডাক দিয়েছিল মমতার দল। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে আপের জনসেবামূলক কাজকর্মের উল্লেখ করে তাদের ভোট জিতে জেতানোর আবেদন করেছিলেন দিল্লির মানুষকে।
মমতা আজ নিজেও বলেছেন, আমি অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন জানিয়েছি। মমতার দাবি, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, দিল্লির ফলের গতিপ্রকৃতিতে স্পষ্ট। একমাত্র উন্নয়নেই কাজ হবে, সিএএ, এনআরসি, এনপিআর প্রত্যাখ্যাত হবে। প্রসঙ্গত, দিল্লি দখলের লক্ষ্যে এবার ভোটপ্রচারে বিজেপি ধর্মীয় মেরুকরণের ছক কষে শাহিনবাগ, জামিয়া মিলিয়া সহ রাজধানীর নানা এলাকায় সংঘটিত সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন, বিক্ষোভকে কটাক্ষ করে।
মমতা ট্য়ুইট করেও কেজরিবাল, আপকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের দিল্লি ভোট জিততে চলেছে আপ। নাম না করে বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, যে নেতারা বিদ্বেষমূলক, ঘৃণা ছড়ানো ভাষণ, বিভেদমূলক রাজনীতির মাধ্যমে ধর্মকে ব্যবহার করছেন, তাঁরা দেখে শিখুন, যাঁরা প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে কাজে পরিণত করেন, তাঁরাই পুরস্কার পান।