কলকাতা: ফের মমতার নিশানায় বামেরা। তৃতীয় তৃণমূল সরকারের (Third TMC Government) বর্ষপূর্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজে হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বিলি করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখার সময় একসুরে বাম ও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 


মমতার নিশানায় বাম:
আনিস খানের রহস্যমৃত্যু থেকে রামপুরহাটের বগটুই। ঝালদা, পানিহাটি থেকে বহরমপুর। ইদানিং একাধিক ঘটনায় বারবার বিরোধীদের নিশানায় এসেছে রাজ্যের তৃণমূল সরকার। আনিস খানের মৃত্যু থেকে বগটুই-প্রতিটি ক্ষেত্রেই রাস্তায় নেমেছে বামেরা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে পাল্টা বামেদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে আনলেন বিগত ৩৪ বছরের বামশাসনের প্রসঙ্গও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বামফ্রন্ট ৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে। ওই সময়ে থানায় অভিযোগ জানাতে কেউ যেতে পারত না।'     


বিরোধী থাকাকালীন সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের ঘটনা নিয়ে বারবার প্রচার করেছে তৃণমূল। ২০১১ সালে পালাবদলের পরেও বারবার বাম আমলে অপশাসনের অভিযোগ তোলা হয়েছে। তারপর গত ১১ বছরে রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। ধীরে ধীরে শক্তি হারিয়ে কোণঠাসা হয়েছে বামেরা। গত লোকসভা ভোটে রাজ্য থেকে শূন্য হাতে ফিরেছে বাম। গতবছরের বিধানসভা ভোটেও গোটা রাজ্যে একটাও আসন পায়নি এককালের দোর্দন্ডপ্রতাপ শাসক বামেরা। সেই সময়, বিশেষ করে গত বিধানসভা ভোটে তৃণমূলে রাজনৈতিক আক্রমণের মূল নিশানায় ছিল বিজেপি। যদিও তারপরে একটু হলেও ছবিটা বদলেছে। সম্প্রতি হয়ে যাওয়া রাজ্যের পুরসভা ভোটে একটিও পুরসভা দখল করতে পারেনি বিজেপি। বরং একটি পুরসভায় জয়ী হয়েছে সিপিএম। পাশাপাশি একুশের বিধানসভা থেকে ভোটের হার একটু হলেও বেড়েছে। সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও বিজেপিকে অনেক পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামেরা। কড়া টক্কর দিয়েছিল তৃণমূলের সঙ্গে। তারপর এদিন ফের মমতার মুখে ৩৪ বছরের বাম শাসনের প্রসঙ্গ। 


'বাম-বিজেপি সখ্য'
২০১৯ সাল থেকে রাজ্যে চমকপ্রদ উত্থান হয়েছে বিজেপির। ২০২১-এর ভোটের পর এখন পশ্চিমবঙ্গে বিরোধী আসনে বসেছে বিজেপি। প্রথম থেকেই বিজেপির ভোট বৃদ্ধির পিছনে বামেদের অবদান রয়েছে বলেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-বিজেপির তলায় তলায় যোগ রয়েছে বলেও  একাধিকবার দাবি করেছিলেন। এদিনও আরও একবার সেই কথাই বললেন তিনি। তাঁর কটাক্ষ, 'যাঁরা বাম ছিল, তাঁরাই এখন বিজেপি হয়ে গিয়েছে।'  সঙ্গে তাঁর কটাক্ষ, '৩৪ বছর বামফ্রন্ট ছিল। ঘণ্টা গলায় বেঁধে ঘুরে  বেড়াচ্ছে। ভাবছ কবে আবার ক্ষমতায় আসব, কবে মোয়াটা পাব।'


আরও পড়ুন: ‘আমরা করি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার’ তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে শাহকে নিশানা মমতার