কলকাতা: রাজ্য চেয়েছিল পঞ্চম শ্রেণি থেকে টানা পাস ফেল চালু করতে। তবে আপাতত লাগু করছে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাস ফেল। পাস ফেল বিষয়ে যা চেয়েছে রাজ্য, তা প্রয়োগ করতে পারেনি। শিক্ষা যুগ্ম তালিকায়। নানা বিতর্কে বারবার সেই ব্যাখ্যা দেয় রাজ্যের শাসকদল। কিন্তু পাস ফেল লাগু করার বিষয়ে কেন্দ্রের প্রস্তাবিত পথেই হেঁটেছে পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত রাজ্যগুলির মতো বাংলাও কেন একই পথের পথিক, তার ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা যা চেয়েছিলাম তা হয়নি। সব রাজ্য আসলে কেন্দ্রের প্রস্তাব গ্রহণ করেছে। রাজ্যের হাতে এবার ক্ষমতা দেওয়া হয়নি। তাই রাজ্য নিজে থেকে কিছু করতে পারছে না। না হলে অন্য রকম হতে পারত। এখন আর বিতর্ক তুলে লাভ নেই। না করলে সাফার করবে। তৃণমূল সরকার বরাবরই পাস ফেল ফিরিয়ে আনার পক্ষে। কোন শ্রেণি থেকে ফিরবে তা নিয়েই ছিল বিতর্ক।  রাজনৈতিক দল, শিক্ষাবিদ, শিক্ষক সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করেছে সরকার। একাধিক মতামতও উঠে এসেছে। শেষপর্যন্ত নরেন্দ্র মোদির সরকারের প্রস্তাবিত পথেই পাস ফেল ফেরাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষাবিদদের কেউ কেউ বলছেন, এটা মন্দের ভাল। কেউ বলছেন, পাস ফেল যদি ফেরাতেই হয় তাহলে প্রথম শ্রেণি থেকে নয় কেন? শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, রাজ্যের ক্ষমতা থাকা উচিত। কারণ এটা যুগ্ম তালিকায় আছে। ষষ্ঠ শ্রেণি থেকে টানা হলে ভাল হত। তবে যা হয়েছে তা মন্দের ভাল। আরেক শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, প্রথম শ্রেণি থেকে হলে ভাল হত। মাধ্যমিক ফেল করাটা এখন কষ্টের ব্যাপার। পঞ্চম হলে ধাক্কা খাবে। এটা আরও ট্রমাটিক হবে। প্রতিটি ক্লাসে পাস ফেল থাকলে অভ্যাসে পরিণত হত। যদিও সরকারি তরফে দাবি করা হয়েছে, বাস্তবতার নিরিখেই রাজ্যের ইচ্ছের বিরুদ্ধে সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে। জানুয়ারি থেকেই পাস ফেল চালু হচ্ছে শুধু পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে। এই সিদ্ধান্তের সূত্রেই, পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ব্যাপারে ডিসেম্বরের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটা তখনই ফলপ্রসূ হবে যখন নম্বর অফ রুম থাকবে। ৩১ ডিসেম্বরের পর আমরা খতিয়ে দেখে রিপোর্ট চেয়েছি। তা পাঠানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত। তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাস ফেল ফেরানোর সিদ্ধান্তের পরও বিতর্কের শেষ হল না। যে বিতর্ক শুরু হয়েছিল ১৯৮০-তে জ্যোতি বসুর আমলে। সে সময় প্রাথমিক স্তর থেকে পাস ফেল এবং ইংরেজি তুলে দিয়েছিল তৎকালীন বাম সরকার। এরপর মনমোহন সিংহের ইউপিএ-টু সরকারের আমলে ২০০৯-এ শিক্ষার অধিকার আইনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস ফেল প্রথা রদ হয়।  নরেন্দ্র মোদির সরকার প্রথমবার ক্ষমতায় এসে আবার পাস ফেল ফেরানোর উদ্যোগ নেয়। মতামত নেওয়া হয় বিভিন্ন রাজ্যের।  সংসদের দুই কক্ষে এ সংক্রান্ত বিল পাশ হয়। এবার কেন্দ্রের প্রস্তাবমতো পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে চালু হচ্ছে পাস ফেল।  রাজ্যের ইচ্ছেমতো টানা পঞ্চম শ্রেণি থেকে নয়। বিতর্ক তাই রয়েই গেল।