মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠন একপ্রকার নিশ্চিত করেই ফেলেছে বিজেপি-শিবসেনা জোট। কিন্তু, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। বিজেপির আসন সংখ্যা আশানুরূপ না হওয়ায়, ফল প্রকাশের পর থেকেই তাদের ওপর চাপসৃষ্টি করছে শিবসেনা। মুখ্যমন্ত্রীর পদ শিবসেনাকে ছেড়ে দেওয়ার জন্য বিজেপির ওপর প্রভাব বিস্তার করছে শিবসেনা। এই পরিস্থিতিতে, ক্রমশ জোরালো হচ্ছে শিবসেনা শীর্ষ নেতা উদ্ধব ঠাকরের ২৯ বছরের পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি। মুম্বইয়ের বিভিন্ন এলাকায় আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবিতে পড়েছে পোস্টার। মুম্বইয়ের ওরলি আসন থেকে এনসিপি প্রার্থী সুরেশ মানেকে ৬৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন আদিত্য। শিবসেনার ইতিহাসে তিনি ঠাকরে পরিবারের প্রথম সদস্য যিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলত, আদিত্যকে ঘিরে এখন একটা তীব্র আবেগ কাজ করছে গোটা মহারাষ্ট্রে। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫। বিজেপি-শিবসেনা জোট জয়ী হয়েছে ১৬১টি আসনে। এর মধ্যে বিজেপি পেয়েছে ১০৫ আসন। শিবসেনা পেয়েছে ৫৬টি। কংগ্রেস ও এনসিপি-র জোটের দখলে ৯৮টি আসন। অন্যান্যের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। এরপরই, দলীয় মুখপত্র 'সামনা'য় নাম না করে বিজেপিকে ইতিমধ্যেই নিশানা করেছে শিবসেনা। বলা হয়েছে, ক্ষমতার নেশায় মত্ত হলে মানুষ জবাব দেয়। পাশাপাশি, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের ট্যুইট ঘিরেও শুরু হয় জল্পনা। 'বুরা না মানো দিওয়ালি হ্যায়' লিখে ট্যুইট করেন তিনি। ট্যুইটে শিবসেনার প্রতীক বাঘকে গলায় এনসিপি-র প্রতীক ঘড়ি আর হাতে বিজেপির প্রতীক পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে থাকার ছবি রয়েছে। কোন পথে শিবসেনা, এই ট্যুইট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে, এদিনই বিজয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনার কী ভূমিকা হবে তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়। এদিকে, এদিনই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে ফোন করেন অমিত শাহ। উদ্ধবকে অভিনন্দন জানান তিনি। সূত্রের খবর, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দীপাবলির পর বৈঠকে বসবেন উদ্ধব ঠাকরে ও অমিত শাহ।