১৯৮২ থেকে ’৮৬ পর্যন্ত টানা খেলেছেন মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে। সুব্রত ভট্টাচার্যের সঙ্গে তাঁর রক্ষণের জুটি ছিল ময়দানের বহুচর্চিত। মাঝে ১৯৮৫ সালে নেহরু কাপে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেন সত্যজিৎ। মাঝে মহমেডান স্পোর্টিংয়ে খেলার পর ১৯৮৮ সালে ফের ফিরে এসেছিলেন মোহনবাগানে। চোট-আঘাত তাঁর কেরিয়ারের একটা বড় অংশে থাবা বসায়।
প্রয়াত প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Nov 2020 03:23 PM (IST)
১৯৮২ থেকে ’৮৬ পর্যন্ত টানা খেলেছেন মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে। সুব্রত ভট্টাচার্যের সঙ্গে তাঁর রক্ষণের জুটি ছিল ময়দানের বহুচর্চিত। মাঝে ১৯৮৫ সালে নেহরু কাপে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেন সত্যজিৎ।
NEXT
PREV
কলকাতা: সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সত্যজিৎ ঘোষ। আটের দশকে মোহনবাগান, জাতীয় দলে দাপিয়ে খেলা এই ডিফেন্ডারের অকাল প্রয়াণে শোকের ছায়া ময়দান জুড়ে। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। এদিন সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরের বাসিন্দা। হাসপাতালে নিয়ে আসার পথেই প্রাণ হারান তিনি। রেখে গেলেন স্ত্রী, মেয়ে-জামাইকে।
১৯৮২ থেকে ’৮৬ পর্যন্ত টানা খেলেছেন মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে। সুব্রত ভট্টাচার্যের সঙ্গে তাঁর রক্ষণের জুটি ছিল ময়দানের বহুচর্চিত। মাঝে ১৯৮৫ সালে নেহরু কাপে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেন সত্যজিৎ। মাঝে মহমেডান স্পোর্টিংয়ে খেলার পর ১৯৮৮ সালে ফের ফিরে এসেছিলেন মোহনবাগানে। চোট-আঘাত তাঁর কেরিয়ারের একটা বড় অংশে থাবা বসায়।
১৯৮২ থেকে ’৮৬ পর্যন্ত টানা খেলেছেন মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে। সুব্রত ভট্টাচার্যের সঙ্গে তাঁর রক্ষণের জুটি ছিল ময়দানের বহুচর্চিত। মাঝে ১৯৮৫ সালে নেহরু কাপে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেন সত্যজিৎ। মাঝে মহমেডান স্পোর্টিংয়ে খেলার পর ১৯৮৮ সালে ফের ফিরে এসেছিলেন মোহনবাগানে। চোট-আঘাত তাঁর কেরিয়ারের একটা বড় অংশে থাবা বসায়।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -