গ্লাসগো: নিজের ঘরেই 'বাটপারি'? স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow( একেবারে এই ঘটনাই ঘটেছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্য়মের। অভিযোগ, ছিনতাই করতে গিয়ে ছেলেরই (son attacked by father) উপর চড়াও হলেন বাবা। অবশ্য ঘটনাটি নতুন নয়, গত নভেম্বরের। তবে হালে সামনে আসায় তুমুল শোরগোল পড়ে যায়।


কী ঘটেছিল?
সূত্রের খবর, গত নভেম্বরে গ্লাসগোর একটি এটিএম থেকে ১০ পাউন্ড তুলতে গিয়েছিল ১৭ বছরের এক কিশোর। কিন্তু টাকা তোলার পরই গণ্ডগোল। দেখতে পায় কালো 'হুড' পরা এক ব্যক্তি ছুটতে ছুটতে এগিয়ে আসছেন তার দিকে। কিশোরের আইনজীবী পরে সংবাদসংস্থাকে বলেন, 'টাকা তুলে ঘাড় ঘোরাতেই বাঁ গালে কিছু একটা অনুভব করেছিল সে। বুঝতে পারে কেউ একজন ওই দিক থেকে তাকে দেওয়ালের দিকে ঠেসে ধরেছে। তবে খালি হাতে নয়। বিশাল কিচেন নাইফ তার গালে ঠেকানো রয়েছে।' কিশোরের আইনজীবীর দাবি, ওই পরিস্থিতিতে তার মক্কেলের থেকে টাকা চাওয়া হয়। তখনই চমক। কিশোর মুহূর্তে চিনতে পারে, গলাটি আসলে তার বাবার। বলে ওঠে, 'তুমি কী করছ এটা? বুঝতে পারছ আমি কে?' জবাবে আক্রমণকারী বলে, 'আমার কিছু যায় আসে না।' বাবাকে ধাক্কা দিতে তাঁর হুড টেনে খুলে ফেলে কিশোর। পরিস্থিতি স্পষ্ট হতেই আক্রমণকারী তাকে বলে, 'আমাকে ক্ষমা করো। আমার কিছু করার নেই।' দ্রুত এলাকা ছেড়ে পালায় কিশোর। বাড়ি পৌঁছে পরিবারের সকলকে খবর দেয়। তার পর পুলিশে অভিযোগ জানানো হয়। পরে গ্রেফতার হন আক্রমণকারী। পুলিশের দাবি, জেরার মুখে তিনি তাঁর অপরাধ স্বীকারও করে নিয়েছেন। 


কী বললেন আক্রমণকারী?
অভিযুক্তের দাবি, 'এটিএম থেকে যে টাকা তুলছিল সে যে আমারই ছেলে সেটি বুঝিনি। হ্যাঁ, আমিই এই কাজ করেছি। এর জন্য যা শাস্তি তা মাথা পেতে নেব।'শেরিফ অপরাধীকে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে সাজা ঘোষণার সময় বিশেষ মন্তব্যও করেন তিনি। বলেন, 'এটি অভূতপূর্ব ঘটনা।' ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্কটল্যান্ডের পাশাপাশি গোটা ব্রিটেনে শোরগোল পড়ে গিয়েছে। বাবা-ই ছেলেকে চিনতে পারলেন না? কত দিন ধরে এমন কাণ্ড করছেন তিনি? যদি না চিনতে পারার ফলে তাঁর হাতে কোনও বড়সড় অপরাধ হয়ে যেত? আপাতত এই নিয়েই আলোচনা চলছে জোরকদমে। পাশাপাশি আরও একটি জিনিস বলাবলি করছেন অনেকেই। শেষমেশ কিনা ডাকাতের নিজেরই ঘরে বাটপারি...


আরও পড়ুন:'ওঁরা আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে, আমি রাস্তা তৈরি করছি', হুঁশিয়ারি মোদির