নয়াদিল্লি: আর কদিন পরেই কর্নাটকে (Karnataka) বিধানসভা নির্বাচন। দক্ষিণের এই রাজ্যটি এখন বিজেপির (BJP) দখলে। নির্বাচনের আগে রাজ্য়জুড়েই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এবার সেই রাজ্যের ভোটযুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার উপরই ভরসা করছে কর্নাটকের বিজেপি। রবিবার কর্নাটকের মান্ড্যতে প্রচারসভা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওই এলাকা JDS-এর শক্ত ঘাঁটি বলেই পরিচিত। 


এদিন মান্ড্যতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মান্ড্য এবং হুব্বালি-ধারওয়ার জেলায় মোট ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বেঙ্গালুরু-মাইসুরু (Bengaluru Mysuru Expressway) এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন তিনি। NH-275 এর একটি অংশ এটি, ৬ লেনের এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১১৮ কিলোমিটার। প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এটি। এই রাস্তার ফলে বেঙ্গালুরু থেকে মাইসুরু যেতে সওয়া এক ঘণ্টা লাগবে। আগে তিন ঘণ্টারও বেশি সময় লাগত।


কংগ্রেসকে নিশানা:
এদিন বক্তব্য রাখার সময় কংগ্রেসকে নিশানা করেন তিনি। কংগ্রেসের একটি স্লোগান নিয়ে হাতশিবিরকে কটাক্ষ করেন তিনি। কংগ্রেসের স্লোগান ছিল, 'মোদি তেরি কবর খুদেগি'। সেই স্লোগানের প্রসঙ্গ তুলে মোদি কটাক্ষ করেন যে কংগ্রেস তাঁর কবর খোঁড়ার স্বপ্ন দেখছে আর তিনি রাস্তা তৈরির দিকে মনোযোগ দিয়েছেন। মোদি বলেন, 'কংগ্রেস মোদির কবর খোঁড়ার স্বপ্ন দেখছে। কিন্তু ওরা জানে না দেশের মা, বোন এবং জনগণের আশীর্বাদ আমার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। ওঁরা এই স্বপ্ন দেখছে, আমি রাস্তা তৈরি আর গরিবদের উন্নয়নে ব্যস্ত আছি।'     


মান্ড্য এলাকা JDS-এর গড়, কংগ্রেসেরও (Congress) শক্ত ঘাঁটি। এর আগে কর্নাটকের উপকূল এলাকায় ভাল ফল করলেও এখানে ভাল ফল করেনি বিজেপি। ফলে এবার এখানে ভাল ফল করতে মন দিচ্ছে বিজেপি। 


বিজয় সঙ্কল্প যাত্রা শুরু করেছে বিজেপি। রাজ্যের চার কোণায় আলাদা আলাদা কর্মসূচি শুরু করছে বিজেপি। এটাই তার মধ্যে প্রথম। আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। তার আগে যাতে দক্ষিণের রাজ্যে জয় পাওয়া যায় তার জন্য কোমর বাঁধছে বিজেপি। তার আগে নরেন্দ্র মোদির ক্যারিশমার উপরেই ভরসা রাখছে কর্নাটকের বিজেপি। এদিন তাঁর ব়্যালিতে উপচে পড়েছে ভিড়। 


আরও পড়ুন: নিচুতলার প্রশাসনিক কাজকর্মে ঢিলেমি রয়েছে, অখিল গিরির প্রকাশ্য মন্তব্যে তুমুল শোরগোল