পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মহিলাদের নানা ভিডিওয় আপত্তিকর মন্তব্য করত, বলিউড তারকাদের সম্পর্কে অভব্য ভাষা প্রয়োগ করত সে। সাইবার পুলিশ স্টেশন জনসমক্ষে আপত্তিকর কাজ, (২৯৪ ধারা) ও পিছু নেওয়ার (৩৫৪ ডি ধারা) জেরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, অভিযোগ করা হয় তথ্য প্রযুক্তি আইনেও। এরপর সোশ্যাল মিডিয়ার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আওরঙ্গাবাদের তুলজি নগর থেকে শশীকান্ত গুলাব যাদব নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, সে একটি হোটেল ম্যানেজার, আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম ভিডিওয় আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2020 08:14 AM (IST)
জানা গিয়েছে, সে একটি হোটেল ম্যানেজার, আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
মুম্বই: সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে গ্রেফতার করা হল এক যুবককে। সোনাক্ষী তার বিরুদ্ধে এ মাসের ৭ তারিখ মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে ২৬ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয়। মহিলাদের নিরাপত্তা ও সাইবার বুলিং নিয়ে অল্পদিন আগে সোনাক্ষী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।