পুলিশ জানিয়েছে, আহত দুজনে সেতুর শ্রমিক। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত, নেহাত দুর্ঘটনা রাতে ঘটায় গাড়ি চলাচল কম ছিল, শনিবার হওয়ায় অফিসও বন্ধ ছিল। ফলে যা ঘটেছে, অল্পের ওপর দিয়ে গিয়েছে।
রাতেই ঘটনাস্থলে যান হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা।
২১.৬৬ কিলোমিটার লম্বা সোহনা রোডের এই উড়ালপুল তৈরি হচ্ছে দুটি ভাগে। প্রথম অংশে রয়েছে একটি আন্ডারপাস ও সুভাষ চক থেকে বাদশাপুরে যাওয়ার ৬ কিলোমিটার রাস্তা। এই ভাগটির এক অংশই গতকাল ভেঙে পড়েছে।