২১.৬৬ কিলোমিটার লম্বা সোহনা রোডের এই উড়ালপুল তৈরি হচ্ছে দুটি ভাগে। প্রথম অংশে রয়েছে একটি আন্ডারপাস ও সুভাষ চক থেকে বাদশাপুরে যাওয়ার ৬ কিলোমিটার রাস্তা। এই ভাগটির এক অংশই গতকাল ভেঙে পড়েছে। গুরুগ্রামের সোহনা রোডে ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুল, আহত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2020 07:50 AM (IST)
রাতেই ঘটনাস্থলে যান হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা।
গুরুগ্রাম: গুরুগ্রামের সোহনা রোডের একটি নির্মীয়মাণ উড়ালপুলের একাংশ ভেঙে পড়ল। গতকাল রাত পৌনে দশটা নাগাদ ঘটেছে এই ঘটনা। স্থানীয় বিপুল গ্রিন কন্ডোমিনিয়ামের সামনে দুটি পিলারের মধ্যে তিনটি গার্ডার ভেঙে পড়ে। এতে অন্তত ২ জন আহত হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর। পুলিশ জানিয়েছে, আহত দুজনে সেতুর শ্রমিক। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত, নেহাত দুর্ঘটনা রাতে ঘটায় গাড়ি চলাচল কম ছিল, শনিবার হওয়ায় অফিসও বন্ধ ছিল। ফলে যা ঘটেছে, অল্পের ওপর দিয়ে গিয়েছে। রাতেই ঘটনাস্থলে যান হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা।