লখনউ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনীধি চৌহানের নাম ব্যবহার করে ২০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। জানা গেছে, মতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি একটি অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের এক ছাত্রনেতা প্রখর চতুর্বেদী তেলিয়ারগঞ্জের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ড্রিম মেকার্স ইভেন্টের প্রতীক কুমারের সঙ্গে যোগাযোগ করেন।
২০১৮-তে সুনীধি চৌহানের অনুষ্ঠান ও একটি ব্যান্ডের অনুষ্ঠানের জন্য ওই সংস্থাকে ২০ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু ওই অনুষ্ঠানে এসে পৌঁছননি সুনীধি চৌহান। পরে জানা যায়, অনুষ্ঠানে আসার জন্য শিল্পীর কাছে কোনও অগ্রিম টাকাই যায়নি।
এরপর প্রতিষ্ঠানের পড়ুয়ারা টাকা ফেরত চাইলে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে। শেষপর্যন্ত পড়ুয়ারা ধূমানগঞ্জ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতীক কুমারকে গ্রেফতার করেছে। যদিও টাকা উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।