ওয়াশিংটন: স্ত্রী মেলানিয়াকে নিয়ে বেসবল ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের বিদ্রুপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রাম্পের উদ্দেশে গ্যালারি থেকে ধ্বনি উঠল, ‘ওকে জেলে ভরো’!
রবিবার ওয়ার্ল্ড সিরিজের বেসবল ম্যাচটি দেখতে গিয়েছিলেন ট্রাম্প। ঘটনাচক্রে, সেদিনই ট্রাম্পের প্রশাসন ঘোষণা করে যে, মার্কিন হানায় ইসলামিক স্টেট প্রধান আবু আল বাগদাদির মৃত্যু হয়েছে। সিরিয়া নিয়ে তাঁর অবস্থানের জন্য এমনিই ঘরে-বাইরে প্রবল সমালোচিত হচ্ছেন ট্রাম্প। রবিবার বেসবল ম্যাচের তৃতীয় ইনিংসের পর মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়, মার্কিন সেনাবাহিনীর সদস্যেরা খেলা দেখতে এসেছেন। তারপরই দেখানো হয় দর্শকাসনে বসা ট্রাম্পকে। সঙ্গে সঙ্গে বিদ্রুপের ধ্বনি ভেসে আসে গ্যালারি থেকে। তবে ফের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সেনাবাহিনীর সদস্যদের। ধিক্কার থিতিয়ে যায়। কিন্তু সম্মিলিত ধ্বনি শুরু হয় গ্যালারি থেকে, ‘ওকে জেলে ভরো’। একসময় হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্প সমর্থকেরা যে স্লোগান ব্যবহার করতেন নিয়মিত।
ন্যাশানলস বনাম অ্যাসট্রোস ম্যাচের আগে ওয়াশিংটনের ম্যানেজার ডাভ মার্টিনেজ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, ‘আশা করছি ম্যাচটি উপভোগ করবেন।’ তবে ট্রাম্পের আগমনে তাঁর দল উদ্দীপ্ত কি না জিজ্ঞেস করা হলে মার্টিনেজ বলেন, ‘এটা নিয়ে আমরা কথা বলিনি। আমরা বেসবল খেলাটার ওপরই মনোনিবেশ করছি।’
ওয়াশিংটনে বেসবল ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের বিদ্রুপের শিকার ডোনাল্ড ট্রাম্প
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2019 06:46 PM (IST)
রবিবার ট্রাম্পের উদ্দেশে গ্যালারি থেকে ধ্বনি উঠল, ‘ওকে জেলে ভরো’!
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -