ইনদওর: গোমাংস বিক্রির অভিযোগে মধ্যপ্রদেশের ইনদওরে গ্রেফতার হলেন ৩৯ বছরের এক ব্যক্তি। জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সোমবার এমনই জানিয়েছে ইনদওর সিটি পুলিশ।
পুলিস সূত্রে খবর, রাওজি বাজার থানা এলাকার দক্ষিণ তোডা এলাকায় ওই ব্যক্তি গোমাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাওজি বাজার এলাকায় ওই দোকানে তল্লাসি চালায় পুলিশ। খাসির মাংস বিক্রির ওই দোকানে ওই ব্যক্তি গরুর মাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ। ওই দোকান খেকে কয়েক কেজি গরুর মাংস উদ্ধার হয় বলে জানিয়েছেন রাওজি বাজার থানার সাব-ইন্সপেক্টর সীমা ধাকাদ। এরপরই ওই অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। তিনি এখন জেলে।
জাতীয় নিরাপত্তা আইনের ধারায় অভিযোগ আনলে, কর্তৃপক্ষের যদি মনে হয়, তিনি জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতি বিপদ, তবে চার্জ গঠন না করেও কাউকে ১ বছর পর্যন্ত জেলে রাখা যায়।
আগেও ইনদওর ও উজ্জয়নীতে অভিযুক্তের বিরুদ্ধে এম পি কাউ প্রজিনি স্লটার প্রিভেনশন অ্যাক্ট ২০০৪-এ অভিযোগ আনা হয়েছিল। এখনও সেই মামলা আদালতে ঝুলে রয়েছে।
গোমাংস বিক্রির অভিযোগে মধ্যপ্রদেশে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2020 08:55 PM (IST)
খাসির মাংস বিক্রির ওই দোকানে ওই ব্যক্তি গরুর মাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ। ওই দোকান খেকে কয়েক কেজি গরুর মাংস উদ্ধার হয় বলে জানিয়েছেন রাওজি বাজার থানার সাব-ইন্সপেক্টর সীমা ধাকাদ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -