UGC NET Exam 2020 Postponed: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি নেট পরীক্ষা ২০২০-র তারিখ কিছুটা বদল করল। এর আগে পরীক্ষা ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত হওয়ার কথা ছিল। নয়া সূচী অনুসারে, এখন পরীক্ষা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তবে পরীক্ষার পূর্ণ সূচী এখনও প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে,শীঘ্রই এর ঘোষনা হবে। আসলে পূর্ব ঘোষিত তারিখগুলির মধ্যে আরও কয়েকটি বড় পরীক্ষা হওয়ার কথা। এমন অনেক পরীক্ষার্থী রয়েছেন, তাঁরা অন্য পরীক্ষাও দেবেন। এজন্য যাতে তাঁদের কোনও সমস্যা যাতে না হয়, সেজন্য ইউজিসি নেট পরীক্ষার দিনক্ষণ বদল করা হয়েছে।
বিষয় ও শিফ্ট অনুযায়ী বিস্তারিত পরে জানানো হবে। পরীক্ষার্থীদের সময়ে সময়ে সাম্প্রতিকতম তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হচ্ছে।
এর আগেও ইউজিসি নেটপরীক্ষা স্থগিত হয়েছে। প্রথমে পরীক্ষা ১৫ থেকে ২০ জুনের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাজনিত পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়। এনটিএ সাধারণত পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রায় ১০ দিন আগে পরীক্ষার্থীদের জারি করে। কিন্তু এবার অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো তথ্য আসেনি। রিলিজ হওয়ার পর ইউজিসি-র নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in থেকে ডাউনলোড করা যাবে। এনটিএ এই পরীক্ষা বছরে দুবার আয়োজন করে। এবার পরীক্ষার সূচী করোনার কারণে ব্যাহত হয়েছে।

Education Loan Information:

Calculate Education Loan EMI