বরেলি: বছরখানেক আগে মেয়ের বিয়েতে ১০ লাখ টাকা পণ দিয়েছিলেন উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা গন্থা রহমান। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার চতুর্থ শ্রেণির কর্মী রহমান তাঁর মেয়ের বিয়ে দিয়েছিলেন মহম্মদ আশফাকের সঙ্গে। বরেলিতেই জমি কেনাবেচা করেন আশফাক। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই চাঁদ বাইয়ের কাছে আরও পণ দাবি করে জুলুম শুরু করেন আশফাক এবং তাঁর বাবা ইজহার। চাঁদ বাই কন্যা সন্তানের জন্ম দেওয়ায় আরও ৫ লাখ টাকা পণ চাইতে থাকেন তাঁরা।
শ্বশুর বাড়িতে মেয়ের ওপর জুলুম হচ্ছে শুনেই স্ত্রী গুলসানকে নিয়ে সেখানে হাজির হন রহমান। এক কথা, দু কথা থেকে বচসার সূত্রপাত, তারপরই নিজের শাশুড়ির নাকে কামড় বসিয়ে দেন আশফাক। ছুরি দিয়ে গুলসানের কান কেটে নেন আশফাকের বাবা। ওই পরিস্থিতিতে তড়িঘড়ি গুলসানকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় দিল্লিতে। ওখানেই গুলসানের কানের অস্ত্রোপচার হয়।
এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। স্টেশন হাইজ অফিসার অবিনাশ সিংহ যাদব জানিয়েছেন, “ঘটনার কথা জানতে পেরে আমরা নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাই এবং তাঁর চিকিৎসার বন্দোবস্ত করি। একটি এফআইআর দায়ের করা হয়েছে। মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।”