নর্থ সাউন্ড (অ্যান্টিগা): অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করে ফেললেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দল ৩১৮ রানে জেতার পরেই এই রেকর্ড গড়লেন বিরাট। ধোনি ভারতীয় দলকে ৬০টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭টি ম্যাচ জিতেছিলেন। বিরাট ৪৭-তম ম্যাচেই ধোনির সমসংখ্যক জয় পেলেন। একইসঙ্গে তিনি অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-তম জয় পেলেন। অধিনায়ক হিসেবে মহম্মদ আজহারউদ্দিন ও ধোনির পর তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-তম জয় পেলেন বিরাট।


অ্যান্টিগা টেস্টে ভারতের বোলারদের পাশাপাশি অজিঙ্কা রাহানেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি প্রথম ইনিংসে ৮১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন। অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ৬ উইকেট নেন। বাংলার পেসার মহম্মদ শামি ও বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজাও ভাল পারফরম্যান্স দেখান।