কোচবিহার: জন্মদিনের অনুষ্ঠানে মত্ত অবস্থায় বিবাদের জেরে এক প্রৌঢ়ের মৃত্যু ঘিরে কোচবিহারের পুন্ডিবাড়িতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন স্থানীয় মানুষ। এলাকায় প্রতিবাদ মিছিল করেছেন তাঁরা, বন্ধ রয়েছে দোকানপাট।


বছর তিপান্নের প্রৌঢ়ের নাম হিমাংশু সরকার। বুধবার স্থানীয় থানেশ্বর এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, নেশাগ্রস্ত হয়ে কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, তার জেরে প্রৌঢ়কে বেধড়ক মারধর করেন মত্ত অবস্থায় থাকা অন্যান্যরা। জখম প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তাঁর মৃত্যু হয়।

হিমাংশুর মৃত্যুর খবর আসতেই এলাকায় শুরু হয় অশান্তি। দোষীদের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ। পুন্ডিবাড়ি থানার পুলিশের আশ্বাসে ঘণ্টাদুয়েক পর অবরোধ ওঠে। তবে এলাকায় দোকানপাট বন্ধ। প্রতিবাদ মিছিল করেন স্থানীয় মহিলারা। হিমাংশুর পরিবার এক স্কুলশিক্ষক সহ দুই স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ করেছে। অভিযুক্তরা পলাতক।